২১ ডিসেম্বর ২০২৪, ২১:৫৯
৭ দিনের ছুটিতে যাচ্ছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
শীতকালীন ছুটি এবং যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন) উপলক্ষ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয়সহ আঞ্চলিক কেন্দ্র, উপ-আঞ্চলিক কেন্দ্র সমূহ ছুটিতে থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান কার্যালয় ২২ থেকে ২৬ ডিসেম্বর (রবিবার থেকে বৃহস্পতিবার) এবং আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র সমূহ ২৩ থেকে ২৭ ডিসেম্বর (সোমবার থেকে শুক্রবার) বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস শুক্রবার ও শনিবার এবং আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র শনিবার ও শনিবার সাপ্তাহিক ২ দিন ছুটি থাকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. শফিকুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ছুটি চলাকালীন বিশ্ববিদ্যালয়ে নিয়োজিত আনসার, নিরাপত্তা প্রহরী এবং জরুরি কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীগণ তাদের দায়িত্ব পালন করবেন বলে জানায় রেজিস্ট্রার ড. মো. শফিকুল।