বাউবির পরীক্ষা গ্রহণের পদ্ধতি হবে সবার জন্য মডেল: উপাচার্য
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেছেন, এখন থেকে বাউবির পরীক্ষাসমূহ নেওয়ার পদ্ধতি, সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশ হবে দেশের সবার জন্য অনুসরণীয় মডেল। ফ্যাসিস্ট সরকারের বিগত ১৫ বছরে ত্রুটিপূর্ণ পরীক্ষা পদ্ধতি ও অপরিকল্পিত শিক্ষা ব্যবস্থার কারণে দেশের সার্বিক শিক্ষাব্যবস্থা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। শিক্ষা নিয়ে তামাশার দিন শেষ। বাউবিকে এমন আদর্শিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।
শুক্রবার (২০ ডিসেম্বর) বিএ ও বিএসএস প্রোগ্রামের পরীক্ষা-২০২২ এর বাগেরহাট সরকারি মহিলা কলেজ ও খানজাহান আলী ডিগ্রি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন উপাচার্য। এ সময়ে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, এখান থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বাউবিকে নিয়ে গর্ব করতে পারেন। এ সময় পরীক্ষা কেন্দ্র দুটিতে সার্বিক ব্যবস্থাপনা, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য উপাচার্য সন্তোষ প্রকাশ করেন। তিনি স্থানীয় প্রশাসনসহ পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনকারী সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
আরো পড়ুন: কৃষিগুচ্ছের ওরিয়েন্টেশন, ডিগ্রি ও বিশ্ববিদ্যালয় পরিবর্তন নিয়ে নতুন নির্দেশনা
আগামী দিনগুলোতে অনুষ্ঠিতব্য সব পরীক্ষার যথাযথ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য কেন্দ্র সচিব ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নির্দেশনা দেন উপাচার্য। পরিদর্শনকালে উপাচার্যের সঙ্গে ছিলেন বাগেরহাট উপ-আঞ্চলিক কেন্দ্রের যুগ্ম-আঞ্চলিক পরিচালক মো. রুহুল কুদ্দুসসহ অন্য কর্মকর্তারা।