১৬ দিনের ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকবে হল
দুই দিন বৃদ্ধি করে আগামী শনিবার থেকে ১২ দিনের শীতকালীন ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। শীতকালীন অবকাশ এবং যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আগামী শনিবার (২১ ডিসেম্বর) থেকে ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়টি। তবে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় এবার ১৬ দিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা। এ সময়ে হল খোলা থাকবে।
এর আগে ২৩ ডিসেম্বর থেকে ছুটি শুরুর কথা থাকলেও গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২১ ও ২২ ডিসেম্বর দু’দিন ছুটি বৃদ্ধির কথা জানানো হয়। বর্ধিত ছুটিতে ক্লাস বন্ধ থাকলেও বিভিন্ন বিভাগে চলমান পূর্বনির্ধারিত পরীক্ষা চলবে বলে জানানো হয়েছে।
বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৯ ও ২০ ডিসেম্বর এবং ২ ও ৩ জানুয়ারিও বন্ধ থাকবে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা। সবমিলিয়ে ১৬ দিনের লম্বা ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়। তবে শীতের ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও আবাসিক হলসমূহ খোলা থাকবে বলে নিশ্চিত করেছে প্রভোস্ট কাউন্সিল।
এর আগে এক অফিস আদেশে শীতকালীন ও বড় দিন উপলক্ষ্যে ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত পর্যন্ত ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ এবং পরবর্তী বিজ্ঞপ্তিতে ২১ ও ২২ ডিসেম্বরেও ক্লাস বন্ধ থাকার সিদ্ধান্ত জানানো হয়। তবে অফিস বন্ধকালীন বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে বলে জানিয়েছে রেজিস্ট্রার অফিস।
আরো পড়ুন: কৃষি গুচ্ছের ১৯৩ আসন শূন্য, ডাকা হয়েছে ভর্তিচ্ছুদের
ছুটি শেষে ৪ জানুয়ারি অফিস খোলার দিন বিভাগ, অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি-অনুপস্থিতির প্রতিবেদন দিতে বলা হয়েছে। বেলা ১১টার মধ্যে রেজিস্ট্রার অফিসে প্রতিবেদন পাঠানোর অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও শহিদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ জাকির হোসেন বলেন, শীতকালীন ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ যথারীতি খোলা থাকবে। শিক্ষার্থীরা নিজ নিজ হলে থেকে চাকরি বা অন্যান্য পড়াশোনা ও আনুষঙ্গিক কাজ নির্বিঘ্নে করতে পারবে।
তিনি বলেন, ছুটিতে হল খোলা থাকলেও বিভিন্ন ডাইনিংয়ে পর্যাপ্ত খাবার পরিবেশনায় গাফিলতির বিষয়ে আমাদের কাছে অভিযোগ এসেছে। এ বিষয়ে আগামী শনিবার প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে আলোচনা করা হবে।