জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী বিজয়মেলা শুরু
- জাবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:২৫ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৮, ০৩:২৫ PM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘বিজয়মেলা ২০১৮’।শনিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক কেন্দ্রের কর্তৃপক্ষ এ মেলার আয়োজন করে।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বিজয়ের মাসে এ মেলা আমাদের আনন্দকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে। একইসঙ্গে দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের শ্রদ্ধাভরে স্মরণ করা হবে। আমাদের বিজয় দীর্ঘজীবী হোক। এ সময় তিনি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক আখতার হোসেন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক বশির আহমেদ, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক সোহেল আহমেদ, প্রক্টর সিকদার মো. জুলকারনাইন প্রমুখ।
এছাড়া বিজয় দিবস উপলক্ষে ‘রক্তস্নাত’ স্লোগানে বীরপ্রতীক তারামন বিবির স্মরণে আলোকচিত্র প্রদশর্নী করা হয়।