আমি আমার বাবার লাশটিও খুঁজে পাইনি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমার বাবাকে ১৯৭১ সালের ২৭ নভেম্বর হত্যা করা হয়। আমি আমার বাবার লাশটিও খুঁজে পাইনি। আমার বাবার দোষ ছিল একটাই, তিনি মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন এবং বঙ্গবন্ধুর অনুসারী ছিলেন।’
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মোস্তাফিজুর রহমান এসব কথা বলেন ৷
আলোচনা সভায় প্রধান অতিথি বিশিষ্ট বুদ্ধিজীবী ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, ‘১৯৭১ সালের ২৫ মার্চ হতে শুরু করে ১৬ ডিসেম্বরের পর পর্যন্ত বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। কারণ তারা পূর্ব ও পশ্চিম পাকিস্তানের বৈষম্যের বিষয়টি জনগণের মাঝে তুলে ধরেন’।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুব্রত কুমার দে, সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সভাপতি মো. শফিকুল ইসলাম, প্রগতিশীল ছাত্র প্রতিনিধি মো. নজরুল ইসলাম বাবু ও কর্মকর্তা পরিষদের সভাপতি মো. মোকারেরম হোসেন মাসুম প্রমুখ।
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান জাতীয় পতাকা অর্ধনমিত করেন এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিশিষ্ট বুদ্ধিজীবী ড. মো. আনোয়ারুল ইসলাম কালো পতাকা উত্তোলন করেন। এ সময় শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের পাশাপাশি বিজয় স্তম্ভ ‘চির উন্নত মম শির’ এ পুষ্পমাল্য অর্পণ করা হয়।