৭ দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া
- যবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ PM , আপডেট: ১৭ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ PM

যিশু খ্রিস্টের জন্মদিন, সাপ্তাহিক বৃহস্পতিবার ও শুক্রবার সহ আগামী ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সাত দিনের ছুটিতে যাচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। বিশ্ববিদ্যালয় বন্ধ সময়ে খোলা থাকবে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হল। তবে এ ছুটি নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
রবিবার (১৫ ডিসেম্বর) রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়, যিশু খ্রিস্টের জন্ম দিন (শুভ বড় দিন)' ও 'শীতকালীন অবকাশ' উপলক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত মোট ০৭ (সাত) দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ থাকবে।
ছুটি পেয়ে শিক্ষার্থীদের একাংশ উচ্ছ্বাস প্রকাশ করলেও আরেক অংশ ছুটির বিরোধিতা করেছেন। কারণ হিসেবে তারা সেমিস্টার শেষ করতে পিছিয়ে পড়ার আশঙ্কার কথা জানিয়েছেন। বিশেষত চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা জানান, প্রত্যয় স্কীম বাতিল, সুপার গ্রেডে উন্নীতরকণ সহ একাধিক দাবিতে টানা শিক্ষকদের কর্মবিরতি ও গণঅভ্যুত্থানে দীর্ঘ সময় ক্লাস বন্ধ থাকায় অ্যাকাডেমিকভাবে পিছিয়ে পড়েছি। এ সময়টি কাজে লাগিয়ে দ্রুত পরীক্ষায় অংশগ্রহণ করতে চেয়েছিলেন তারা। বছরের শুরুতে চাকরি পরীক্ষার নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে আবেদন করতে তারা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা শেষ করার আবেদন জানিয়েছেন।
অপরদিকে শিক্ষার্থীদের অন্য অংশ বছর শেষে ছুটি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। শীতকালীন ছুটিতে বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাননি তারা।