১৬ ডিসেম্বর ২০২৪, ১৯:২৬
সোহরাওয়ার্দী কলেজে মহান বিজয় দিবস পালিত
রাজধানীর সরকারি শহিদ সোহরাওয়ার্দী কলেজে নানা কর্মসূচির মাধ্যমে দিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ছয়টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
এরপর বিজয় দিবস প্যারেডে অংশগ্রহণ করেন বিএনসিসি, রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট ও গার্লস গাইডের চৌকস সদস্যরা। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল শিক্ষার্থীদের একক ও দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এছাড়াও সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে ছিল হামদ ও নাত-এ-রাসুল, দেশাত্মবোধক গান, নির্ধারিত আবৃত্ত নৃত্য।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সকল কর্মসূচিতে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ, অন্যান্য শিক্ষকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।