১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:৫৬

‘বৈষম্যহীন বাংলাদেশ গড়তে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে অগ্রসর হতে হবে’

বিজয় র‍্যালি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন থেকে শুরু হয়  © টিডিসি ফটো

‘মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সামনের দিনগুলোতে অগ্রসর হলে তবেই আমরা বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সক্ষম হবে’ বলে মন্তব্য করেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হাসান তালুকদার। 

তিনি বলেন, ‘বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার নিমিত্তে মুক্তিযুদ্ধের চেতনায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে আহবান করছি। শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোনিবেশ করার পাশাপাশি নিজেদেরকে সৎ চরিত্রবান ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণই হোক বিজয় দিবসে আমাদের প্রত্যয়।’

সোমবার (১৬ই ডিসেম্বর) সকালে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদ্‌যাপন। পরবর্তীতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে একটি বিজয় র‍্যালি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবন হতে শুরু হয়ে শাহজাদপুরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এসময় মহান মুক্তিযুদ্ধের শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নিরবতা পালন করা হয়। 

এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে বিজয় দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি ড. সুমন কান্তি বড়ুয়া এবং আলোচনা করেন ট্রেজারার ড. ফিরোজ আহমদ। সভা শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।