১৬ ডিসেম্বর ২০২৪, ১৮:২০

ইবি রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

সভাপতি শাহীন আলম ও সাধারণ সম্পাদক সামি আল সাদ আওন  © টিডিসি সম্পাদিত

‘সত্য সন্ধানে মুক্ত কলম সৈনিক’ স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মরত মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদ ২০২৪-২৫ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।  

সোমবার (১৬ ডিসেম্বর) সংগঠনটির নবনির্বাচিত সভাপতি একুশে টিভির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহীন আলম ও সাধারণ সম্পাদক দৈনিক শেয়ার বিজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সামি আল সাদ আওন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ৭ ডিসেম্বর সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন তারা। পরে গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।

১৪ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিনিধি ফারহানা নওশিন তিতলী, যুগ্ম সাধারণ সম্পাদক স্বদেশ প্রতিদিনের শাহরিয়ার কবির রিমন, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন প্রতিদিনের সংবাদ পত্রিকার মংক্যচিং মারমা, দপ্তর সম্পাদক দৈনিক বাংলার মোস্তাক মোর্শেদ ইমন, কোশাধ্যক্ষ দৈনিক বাংলাদেশ কন্ঠ'র সাকিব আসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সময়ের কণ্ঠস্বরের যায়িদ বিন ফিরোজ, নারী বিষয়ক সম্পাদক চ্যানেল আই এর সাদিয়া আফরিন অমিন্তা।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি ওয়াসিফ আল আবরার, দৈনিক আজকালের খবরের রবিউল ইসলাম, দৈনিক বাংলাদেশের আলো'র ফারহানা ইয়াসমিন, দৈনিক তৃতীয় মাত্রার ওয়াসিফুর রহমান এবং বার্তা২৪ এর নূর ই আলম।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সামি আল সাদ আওন বলেন, আমাকে এই পদে যোগ্য মনে করায় রিপোর্টার্স ইউনিটির সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলম সৈনিক হিসেবে সংগঠনের সবাইকে সাথে নিয়ে সততা ও নিষ্ঠার সাথে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করার চেষ্টা করবো। সংগঠনের ভাবমূর্তি যাতে অক্ষুণ্ন থাকে এবং সকলকে সাথে নিয়ে একসাথে কাজ করতে পারি সর্বোচ্চটুকু দিয়ে সেই চেষ্টা চালিয়ে যাবো।