১৬ ডিসেম্বর ২০২৪, ১৩:৩৭

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিজয় দিবস  © টিডিসি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) উদযাপিত হয়েছে মহান বিজয় দিবস-২০২৪। দিবসটি উপলক্ষে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয় পরিবারের অংশগ্রহণে এক বিজয় র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানিসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, প্রক্টর, দপ্তর প্রধান, শিক্ষকমন্ডলী, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে শিক্ষার্থীদের সাথে নিয়ে বরিশাল ডিসি অফিস সংলগ্ন শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আয়োজনে মুক্তমঞ্চে পরিবেশিত হবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।