কুবি ডিবেটিং সোসাইটির সভাপতি সাদিয়া, সম্পাদক জামিল
কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সাদিয়া আফরিন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. মুহসিন জামিল।
বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) ডিবেটিং সোসাইটির মডারেটর ও সদ্য বিদায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন কমিটির তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি (প্রশাসন বিতর্ক) পরাগ বড়ুয়া নিলয়, সহ-সভাপতি (বাংলা বিতর্ক) মো. সবুজ ইসলাম, সহ-সভাপতি (ইংরেজি বিতর্ক) আরাফাত হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোফাজ্জল হোসেন মোজাহিদ, মো. এনায়েত হোসেন এবং মো. লাবিব রহমান।
এছাড়াও দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন দপ্তর সম্পাদক মো. আব্দুর রহমান আস সাদী, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানভীর আনজুম সাজন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. শাহিদুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক হিসেবে নাজমুল হাসান ফাহিম এবং অর্থ সম্পাদক হিসেবে মো. আবিদুর রহমান, নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো. শান্ত মিয়া, কিফায়াত উল হক, ফাহিমা সুলতানা রাতুয়া, এবং কানিজ ফাতেমা রিমি।
প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, বিতর্ক কর্মশালা আয়োজন এবং নতুন বিতার্কিক তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।