পোষ্য কোটা বাতিল ও ভর্তি ফি কমানোর দাবিতে জবিতে মানববন্ধন
- জবি প্রতিনিধি
- প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৩ PM
পোষ্য কোটা বাতিল ও ভর্তি পরিক্ষার ফি কমানোর দাবিতে মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আজ রবিবার (১৫ ডিসেম্বর ) দুপুর ১২.৩০ মিনিটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘গত কিছুদিন আগে আমরা কোটা নিয়ে একটি বিপ্লব সাধন করেছি। এত কিছুর পরও বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা বহাল থাকাটা অযৌক্তিক। তা ছাড়া ভর্তি পরিক্ষায় বিশ্ববিদ্যালয়ে যে ফি নেওয়া হয়, এটা তিন থেকে ৪০০ টাকা হলে ঠিক আছে। এখন অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। অনেকেই ভর্তির আবেদনের জন্য সমস্যার মধ্যে পড়তে হচ্ছে।’
আরও পড়ুন: জবিতে গুচ্ছের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, ভর্তি ফি কত জানা গেল
উদ্ভিদবিদ্যা বিভাগের ১৩তম আবর্তনের শিক্ষার্থী এ কে এম রাকিব হাসান বলেন, ‘যে কোটার বিপক্ষে গিয়ে জীবন দিয়েছে হাজারো ছাত্র-জনতা, সেই কোটা পুনর্বহাল রাখা চব্বিশের বিপ্লবকে উপহাস করার শামিল। কিন্তু আমরা বেঁচে থাকতে তা হতে দেব না।’
ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহান প্রামানিক বলেন, ‘কোটার জন্যই আমরা এত আন্দোলন করেছি। এত শিক্ষার্থী জীবন দিয়েছে। তাই এখনো এসব কোটা থাকতে পারে না। এটা বাতিল করতে হবে। নাহলে আমাদের আন্দোলন বহাল থাকবে।’