শীতার্তদের পাশে দাঁড়াল রুয়েট শিক্ষার্থীদের ‘সোপান’
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী ক্লাব সোপানের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এ কর্মসূচি শুরু করে ‘সোপান’।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধনকালে রুয়েট ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার সোপানের এই কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন, দেশের একজন সুনাগরিক হিসেবে রুয়েট শিক্ষার্থীদের থেকে জাতির প্রত্যাশার পারদ অনেক উচু। দেশের মানুষের জন্য সোপানের এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি ‘
পূরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. বুলবুল আহমেদ বলেন, ‘যোগ্য প্রকৌশলী হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের এমন মানবিক গুণাবলী অর্জনে মনোযোগী হওয়া উচিত। তিনি সোপানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন ‘
সোপানের সদস্য তড়িৎ ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র মাইন উদ্দিন বলেন, ‘দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক কাজে সোপান রুয়েট শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের কার্যক্রম স্বচ্ছতার সাথে চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সকল কার্যক্রমে অংশীজনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।’