বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ভাষা উৎসব শুরু
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে জাতীয় ভাষা উৎসব-২০২৪। দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ওই উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ভাষা বিষয়ক সংগঠন বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব। উৎসবের ১ম পর্ব শুক্রবার (১৩ ডিসেম্বর) বিভিন্ন ভাষায় দক্ষতা যাচাই প্রতিযোগিতা শুরু হয় এবং ২য় পর্বে আলোচনা পর্যায় ও প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী আগামী ১৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের গ্যালারিতে ভাষা উৎসবের বিভিন্ন ভাষায় দক্ষতা যাচাইয়ের উপর প্রতিযোগিতা শুরু হয়। ভাষা উৎসবে বাকৃবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
ভাষা প্রতিযোগিতায় পাঁচটি ভাষার উপর ১০টি বিভাগ (শব্দগল্পকৃত্য ১ম এবং ২য় পর্ব, সাহিত্য উৎসব ১ম এবং ২য় পর্ব, কল্পকাহিনি একীকরণ ১ম ও ২য় পর্ব, ব্যাকরণ ব্যঞ্জন, ফরাসি, জাপানিজ ভাষা, শব্দ খোঁজ) থেকে বিজয়ী মোট ৩৩ জনকে পুরস্কৃত করা হবে। বিজয়ীদের পুরস্কার হিসেবে মেডেল, সার্টিফিকেট, টি-শার্ট এবং চল্লিশ হাজার টাকা সম্মাননা দেওয়া হবে।
প্রতিযোগিতা শেষে আগামী ১৪ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে আলোচনা সেশন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। আলোচনা সেশনে বাংলা সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন বিখ্যাত লেখক কিঙ্কর আহসান, শৈল্পিকভাবে কথা বলার ধরণ নিয়ে আলোচনা করবেন মুশফিক এনাম তুর্য । এছাড়াও বিভিন্ন বিষয়ে আমন্ত্রিত অতিথিরা আলোচনা করবেন।
এ বিষয়ে বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সাধারণ সম্পাদক ফাহমিদা সুলতানা মিতু বলেন, ‘বাকৃবি ল্যাঙ্গুয়েজ ক্লাব আসলে ল্যাঙ্গুয়েজ এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি নিয়ে কাজ করে। আমরা এই উৎসবের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমাদের শিক্ষার্থীদের একই সুতোয় বেধে একটি জায়গা দিতে চেয়েছি। যেখানে সবাই বিভিন্ন দেশের ভাষা নিয়ে চর্চা করতে পারে। আমাদের বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করার এইটা একটা দারুণ সুযোগ বলে আমি মনে করি।’