১১ ডিসেম্বর ২০২৪, ২২:১২

সাংবাদিকদের প্রধান দোষ কী জানালেন সলিমুল্লাহ খান

অধ্যাপক ড. সলিমুল্লাহ খান  © সংগৃহীত

সব আওয়াজই ভাষা নয়। অর্থপূর্ণ আওয়াজকেই ভাষা বলা হয়। ভাষা হচ্ছে, সেই আওয়াজ যা অর্থ উৎপাদন করে। আমাদের বর্তমান সাংবাদিক ভাইদের প্রধান দোষ আমি যেটা লক্ষ্য করি, সেটা হলো তারা বাক্য লিখতে পারে না। প্রধান আলোচকের বক্তব্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান এসব কথা বলেন। 

এসময় তিনি বলেন, কোথায় প্রশ্নবোধক চিহ্ন দেবে, কোথায় বিস্ময়সূচক চিহ্ন দেবে ঠিক করতে পারছে না। আরেকটা জিনিস হচ্ছে তারা অতিরিক্ত শব্দ ব্যবহার করে।

বুধবার (১১ ডিসেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে এবং কমিউনিকেশন ক্লাবের সহযোগিতায় ‘ভাষার দুই অক্ষ- রূপক ও লক্ষণা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

সেমিনারে অধ্যাপক ড. সলিমুল্লাহ খান বলেছেন, ‘নিজের ভাষা যারা জানছে না বিদেশি ভাষা শিখছে, তাদের শক্তি বৃদ্ধি হচ্ছে না, গোলামি হচ্ছে।

এ ছাড়া ড. সলিমুল্লাহ ভাষার উৎপত্তি, অর্থের পরিবর্তন, ব্যবহার ও প্রয়োগ নিয়ে আলোচনা করেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওয়াফা আক্তার রিমু ও জাওয়াদ-উর-রাকিন খানের সঞ্চালনায় এবং বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মাহমুদুল হাসানের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।