১০ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৬

শিক্ষার্থীরা পড়তে চাইলে রাত ১২টা পর্যন্ত শ্রেণিকক্ষ খোলা থাকবে: ইবি উপাচার্য

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে বক্তব্যে দিচ্ছেন ইবি উপাচার্য ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ  © টিডিসি

শিক্ষার্থীরা পড়তে চাইলে রাত ১২টা পর্যন্ত শ্রেণিকক্ষ খোলা রাখা হবে জানিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘শ্রেণিকক্ষে পড়ার জন্য সন্ধ্যা-রাত পর্যন্ত তোমাদের সময় আছে। শ্রেণিকক্ষে যদি তোমরা বই নিয়ে পড়তে চাও, আমি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নির্দেশ দেব শ্রেণিকক্ষ রাত ১২টা পর্যন্ত খোলা রাখার। কিন্তু তোমাদের পড়তে হবে। কারণ, না পড়লে তোমরা নিজেদের তৈরি করতে পারবে না।’

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪) নবীন শিক্ষার্থীদের সেন্ট্রাল ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘আজকের দিনটি নবীন শিক্ষার্থীদের জন্য স্পেশাল। আজকে আমি তোমাদের বরণ করে নিচ্ছি। তোমরা যে মুক্ত মন নিয়ে এসেছ, পবিত্র হৃদয় নিয়ে এসেছ, এই হৃদয় নিবেদিত হবে শিক্ষার প্রতি। এর জন্য তোমাদের জন্য সব থেকে পবিত্র জায়গা ক্লাসরুম। আর সবচেয়ে ভালো বন্ধু হবে তোমার শিক্ষক। শিক্ষকরা সব ক্ষেত্রে তোমাদের সহায়তা করবে। গুরু-শিষ্যের সম্পর্ক না থাকলে তোমরা সঠিক মানুষ হতে পারবা না। শিক্ষার্থীদের সম্পর্ক রাখতে হবে লাইব্রেরির সঙ্গে। লাইব্রেরি হলো জ্ঞানের স্রোতধারা।’

আরও পড়ুন: সার্টিফিকেট অর্জনের চেয়ে উত্তোলন কঠিন ইসলামী বিশ্ববিদ্যালয়ে!

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক ড. কামরুজ্জামান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক গোলাম রাব্বানী ও ফোকলোর স্টাডিজ বিভাগের শিক্ষার্থী তাজমিন রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান ও সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থটের (বিআইআইটি) পরিচালক ড. মো. আবদুল আজিজ, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, টিএসসিসি পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন ছাড়াও বিভিন্ন বিভাগের সভাপতি, প্রভোস্টবৃন্দ, ৮ অনুষদের ডিনরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ইসলামী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।