০৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৮

মেরিটাইম ইউনিভার্সিটিতে হাল্ট প্রাইজের সেমিনার অনুষ্ঠিত

মেরিটাইম ইউনিভার্সিটিতে হাল্ট প্রাইজের সেমিনার অনুষ্ঠিত  © টিডিসি ফটো

মেরিটাইম ইউনিভার্সিটিতে ‘Navigating the Hult Prize: Lessons on Pitching, SDGs, and Social Entrepreneurship’ শীর্ষক হাল্ট প্রাইজের বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের অডিটোরিয়ামে দুপুর ২টায় শুরু হওয়া এই সেশনে শিক্ষার্থীরা সামাজিক উদ্যোক্তা হওয়ার প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ পেয়েছেন।

রবিবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উইগ্রো গ্লোবালের সিওও মো. আলভী রহমান। আলভী রহমান তার বক্তব্যে বলেন, ‘উদ্যোক্তা হওয়া মানে শুধু ব্যবসা শুরু করা নয়, বরং একটি সামাজিক সমস্যার কার্যকর সমাধান খুঁজে বের করা। উইগ্রোর যাত্রা থেকে আমরা শিখেছি কিভাবে একটি সৃজনশীল ধারণা সমাজে প্রভাব ফেলতে পারে।’

অনুষ্ঠানে বক্তা হিসেবে আরও উপস্থিত ছিলেন রকেট.নেটের জন্য ওয়ার্ডপ্রেসের স্পন্সরড কন্ট্রিবিউটর আহমেদ কবির চয়ন ও ডিএইচএল গ্লোবাল ফরোয়ার্ডিং-এর ওশান কমার্শিয়াল সেন্টার স্পেশালিস্ট সাফায়েত সিফাত ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট-এর বিভাগীয় প্রধান অধ্যাপক কাজী আলী ইমাম। হাল্ট প্রাইজের এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মো. মোস্তফা আজিজ শাহিন এবং ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক হাসিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন পোর্ট এন্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক সহিদা আক্তার।

হাল্ট প্রাইজ বিএসএমআরএমইউ-এর ক্যাম্পাস ডিরেক্টর তানভীর হাসান জানান, ‘হাল্ট প্রাইজের এই আয়োজন শিক্ষার্থীদের ভিন্নভাবে চিন্তা করতে শেখায়। তারা কেবল একটি উদ্যোগের পরিকল্পনা করতে শিখে না, বরং কিভাবে তা বাস্তবায়নের মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব ফেলা যায় সেটিও শিখে। এই আয়োজন সফল করার জন্য অংশগ্রহণকারী এবং আয়োজকদের আন্তরিক ধন্যবাদ জানাই।’

শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি শেষ হয়। আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের আরও কার্যকর ও শিক্ষণীয় সেশন আয়োজনের আশা ব্যক্ত করেন।