গুচ্ছেই থাকছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়াতেই অংশগ্রহণ করবে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। যদিও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) এক সভায় গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার কথা জানিয়েছিল কুবি।
গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন কুবি উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।
তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের ডেকেছিল। সেখানে প্রফেসর ড. এম আমিনুল ইসলাম সব বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় অংশ নেওয়ার অনুরোধ জানান। তার অনুরোধের কারণে এবার আমরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করবো।’
অধ্যাপক ড. মো. হায়দার আলী আরও বলেন, শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয় নয়; ২৩টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছে থাকছে না বলেও জানান তিনি।
প্রসঙ্গত, করোনা পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ভোগান্তি কমানে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে সমন্বিত ভর্তি প্রক্রিয়ায় অংশ নিচ্ছে দেশের অধিকাংশ বিশ্ববিদ্যালয়। তবে চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় এখনো এ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করেনি।