১০ ডিসেম্বর ২০১৮, ১৩:০০

বেতন কাঠামো ও চাকরির বয়সসীমা বাড়ানোর দাবি কর্মকর্তা সমিতির

বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সভা  © টিডিসি ফটো

বেতন কাঠােমো ও চাকরির বয়সসীমা পুন:নির্ধারণসহ তিন দফা দাবিতে আন্দোলনে নামছেন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতি।  দাবি পূরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নয় দিনের আল্টিমেটাম দিয়েছেন সমিতির নেতারা।  এ সময়ের মধ্যে কোন ইতিবাচক সিদ্ধান্ত না নেয়া হলে মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও কর্মবিরতিতে যাওয়ার হুমকি দিয়েছেন তারা। রবিবার বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির এক সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, সম্প্রতি উপ-রেজিস্ট্রার পদে কর্মরতদের জন্য ৫০ হাজার ও সহকারী রেজিস্ট্রারদের জন্য ৩৫ হাজার ৫শ টাকা বেতন স্কেল নির্ধারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানান সমিতির নেতারা। এছাড়া চাকুরির বয়সসীমা ৬০ বছরের পরিবর্তে ৬২ নির্ধারণ ও ক্যাম্পাসের দৈনিক কর্মঘন্টা সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করার দাবি জানান তারা।সর্বশেষ গত শুক্রবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৪৩ তম সিন্ডিকেট সভায় এই দাবিসমূহ পাশ করার কথা ছিল। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করেনি। তাই দাবি আদায়ের প্রয়োজনে মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও কর্মবিরতিতে যাওয়া হবে বলে ঘোষণা দেন সভায় উপস্থিত সমিতির সদস্যরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সামতির সভাপতি শামছুল ইসলাম জোহা জানান, ‘সোমবার (আজ) বিশ্ববিদ্যালয় প্রশসান বরাবর আমার স্মারকলিপি প্রদান করবো। এরপর আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে যদি প্রশাসন আমাদের দাবি মেনে না নেয়। তাহলে আগামী ১৮ ডিসেম্বর মানবন্ধন, ২২ ডিসেম্বর মৌন মিছিল এবং ২৪ ডিসেম্বর প্রশাসন ভবনের সামনে অবস্থান ধর্মঘট পালন করা হবে। এরপরও যদি দাবি না মানা হয় তাহলে আমরা কর্মবিরতিতে যাবো।’