০২ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৫

মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন ড. শেখ বখতিয়ার উদ্দিন

অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন  © সংগৃহীত

মেহেরপুরের মুজিবনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. শেখ বখতিয়ার উদ্দিন। তিনি আগামী চার বছরের জন্য এই দায়িত্ব পালন করবেন।  

সোমবার (২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. শাহীনুর ইসলাম।  

প্রজ্ঞাপনে বলা হয়, মুজিবনগর বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩-এর ১০(১) ধারা অনুযায়ী ড. শেখ বখতিয়ার উদ্দিনকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হলো। তিনি যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য এই পদে দায়িত্ব পালন করবেন।  

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। তবে রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।