২৯ নভেম্বর ২০২৪, ১৭:৪০

জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের লন্ডন গমন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহ্  © সংগৃহীত

ইংল্যান্ডে রয়েল কলেজ অব ফিজিশিয়ানের আমন্ত্রণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এ এস এম আমানুল্লাহ্ আজ শক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় গাল্ফ এয়ার যোগে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। 

এই সফরে তিনি হার্ম রিডাকশান বিষয়ক একটি হেলথ সামিটে এক্সপার্ট হিসেবে অংশগ্রহণ করবেন। সফরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এবং কারিকুলাম নিয়ে ব্রিটিশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের সাথে অধ্যাপক আমানুল্লাহ্ একটি চুক্তিপত্র স্বাক্ষরেরও সম্ভাবনা রয়েছে। সফর শেষ করে উপাচার্য আগামী ৫ ডিসেম্বর দেশে ফিরে আসবেন।

গত ২৮ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। ছাত্র–জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর অন্যান্য বিশ্ববিদ্যায়লের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান পদত্যাগ করলে পদটি শূণ্য হয়।