কুবিতে নারীর প্রতি সহিংসতা রোধে ক্যাম্পেইন
‘নারীর কথা শুনবে বিশ্ব, কমলা রঙে নতুন দৃশ্য’ এ শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দিনব্যাপী ক্যাম্পেইন করা হয়েছে। ইউএন উইমেন বাংলাদেশ এবং বাঙলা কমিউনিকেশনস লি’র যৌথ আয়োজনে নারীর প্রতি সহিংসতা রোধে এ ক্যাম্পেইন করা হয়।
রবিবার সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রার মাধ্যমে দিনব্যাপী এ কর্মশালা শুরু করা হয়। এরপর ইউএন উইমেন এর নির্বাহী প্রধান সালমা‘র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ড. মো. আবু তাহের এবং শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক এন. এম. রবিউল আউয়াল চৌধুরী।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি জিনাত আমান, সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনব্যাপী আয়োজনে ছিল উপস্থিত বক্তব্য, ভলিবল খেলা সহ থিয়েটার কুবির সাংস্কৃতিক পর্ব। এছাড়াও সাস্ট থিয়েটারের "আজ মুক্ত মঞ্চ " এবং জাহাঙ্গীরনগর থিয়েটারের "জলসিঁড়ি" এর পরিবেশনায় নাট্য উৎসব অনুষ্ঠিত হয়।