২৫ নভেম্বর ২০২৪, ১৭:৪২

সোহরাওয়ার্দীর পর এবার কবি নজরুল কলেজও বন্ধ ঘোষণা

কবি নজরুল সরকারি কলেজ  © ফাইল ফটো

রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের পর এবার কবি নজরুল সরকারি কলেজও বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ সোমবার (২৫ নভেম্বর) কলেজের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনিবার্য কারণবশত আগামীকাল মঙ্গলবার (২৬ নভেম্বর) কবি নজরুল সরকারি কলেজের শ্রেণি পাঠদান বন্ধ থাকবে।’

এর আগে আজ সোমবার সকালে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এসময় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শত শত শিক্ষার্থী কলেজটির বিভিন্ন সামগ্রী ও সরঞ্জাম নিয়ে যান।

প্রসঙ্গত, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করা হয়। গতকাল রোববার (২৪ নভেম্বর) কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত ২৫ ও ২৬ নভেম্বর কলেজের সব শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।