২৩ নভেম্বর ২০২৪, ১৯:৩৬

আইইউটিতে তিন দিনের শোক ঘোষণা, রাতে গায়েবানা জানাজা

বা থেকে নিহত মোজাম্মেল হোসেন নাঈম, মোস্তাকিম রহমান মাহিন এবং জোবায়ের আলম সাকিব  © ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়াও আজ রাতে আইইউটি ক্যাম্পাসে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে। শনিবার (২৩ নভেম্বর) পৃথক নোটিশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

নোটিশ থেকে জানা যায়, আগামী সোমবার (২৫ নভেম্বর) থেকে বুধবার (২৭ নভেম্বর) পর্যন্ত আইইউটিতে শোক ঘোষণা করা হয়েছে। এই দিবসগুলোতে ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও তিন শিক্ষার্থী আজ রাত ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হবে।

এর আগে আজ শনিবার (২৩ নভেম্বর) গাজীপুরের শ্রীপুরে পিকনিকের বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনায় ইতোমধ্যেই জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেটকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি হয়েছে। ৩ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

নিহত হওয়া শিক্ষার্থীরা হলেন- ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোবায়ের আলম সাকিব (২২), মোজাম্মেল হোসেন নাঈম (২৪) এবং একই বিভাগের মোস্তাকিম রহমান মাহিন (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আইপিই বিভাগের আরও অন্তত ১৫ জন শিক্ষার্থী। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।