আরও দু’দিন বন্ধ থাকবে সিটি কলেজ, কাল খুলছে ঢাকা কলেজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৪, ০৫:৩৮ PM
আগামী দুই দিন (২৪ ও ২৫ নভেম্বর) সিটি কলেজের ক্লাস বন্ধ থাকলেও ঢাকা কলেজে রোববার (২৪ নভেম্বর) থেকে স্বাভাবিক নিয়মে ক্লাস ও পরিক্ষা চলবে। শনিবার (২৩ নভেম্বর) সিটি কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে এক নোটিশে জানানো হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আগামী রোববার ও সোমবার কলেজের সব ক্লাস স্থগিত থাকবে।
অন্যদিকে, ঢাকা কলেজ প্রশাসন জানিয়েছেন, রোববার থেকে কলেজের ক্লাস ও অন্যান্য কার্যক্রম যথারীতি চলবে।
সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী নেয়ামুল হক জানান, সংঘর্ষের ঘটনার পর সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যস্থতায় দুই কলেজের প্রতিনিধিদের নিয়ে একটি আলোচনা হয়েছে। আলোচনার পর, সিটি কলেজে দুই দিনের অতিরিক্ত ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, ঢাকা কলেজ প্রশাসন মনে করছে, শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ক্লাস চালু রাখা প্রয়োজন। সংঘর্ষ পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে উভয় কলেজের শিক্ষকদের সমন্বয়ে গঠিত ভিজিল্যান্স টিম কাজ করবে বলে জানানো হয়েছে।
এই বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, আগামীকাল রোববার (২৪ নভেম্বর) থেকে পূর্বের ন্যায় যথারীতি নিয়মে আমাদের ক্লাস এবং পরিক্ষা চলবে।
উল্লেখ্য, সায়েন্সল্যাব মোড়ে গত বুধবার (২০ নভেম্বর) ঢাকা কলেজের বাস ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ান ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। পরে ঐ দিন বিকেল সাড়ে ৫টা পর্যন্ত থেমে থেমে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলে পুরো এলাকায়। সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উভয় কলেজের ক্লাস গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) বন্ধ ছিল।