২২ নভেম্বর ২০২৪, ২২:১০

সমালোচনার মুখে নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠানের সভাপতি পরিবর্তন

হুমায়ুন কবীর

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট শহীদদের স্মরণে আয়োজিত আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিকে সমালোচনার মুখে পরিবর্তন করা হয়েছে। 

আগামী রবিবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় খেলার মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। তবে উদ্বোধনী অনুষ্ঠানের অতিথিদের তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা।

অনুষ্ঠানের সভাপতির দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার এবং বর্তমানে শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরকে নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপে আক্ষেপ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

এরই প্রেক্ষিতে হুমায়ুন কবীরকে পরিবর্তন করে ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং ফুটবল প্রতিযোগিতা আয়োজক উপ-কমিটির আহ্বায়ক ড. মো. আশরাফুল আলমকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক এবং উপ-কমিটির সদস্য সচিব ওমর ফারুক সরকার বিষয়টি নিশ্চিত করেন। 

সাবেক উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখরের দুর্নীতি-অনিয়মের সহযোগী এবং জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালীন রাত ৩ টায় শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশসহ একাধিক অভিযোগে সাবেক রেজিস্ট্রার হুমায়ুন কবিরসহ উপাচার্যপন্থী বিভিন্ন প্রশাসনিক দায়িত্বশীলদের পদত্যাগের দাবিতে টানা আন্দোলন করেন শিক্ষার্থীরা। এরই প্রেক্ষিতে গত ৫ সেপ্টেম্বর হুমায়ুন কবীরকে রেজিস্ট্রার দপ্তর থেকে সরিয়ে শারীরিক শিক্ষা দপ্তরের পরিচালক পদে বদলি করা হয়।

এবছর বিশ্ববিদ্যালয়ের ২৪টি বিভাগ ৮ টি গ্রুপে বিভক্ত হয়ে আন্ত:বিভাগ ফুটবল প্রতিযোগিতায় অংশ নেবে। খেলা লীগ কাম নক-আউট পদ্ধতিতে এবং ৬০ মিনিট অনুষ্ঠিত হবে। আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।