জবি ইংরেজি বিভাগে চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড পেলেন তিন ছাত্রী
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ইংরেজি বিভাগের তিন শিক্ষার্থীকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের জন্য দ্বিতীয় বারের মতো চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন ১৪ ব্যাচের শিক্ষার্থী সানজিদা জামান চৌধুরী (১ম স্থান), দীপ্তা বিশ্বাস (২য় স্থান), তাজনাহার মীম (৩য় স্থান)।
গতকাল মঙ্গলবার (২০ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম। উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন।
অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে দিপ্তা বিশ্বাস বলেন, বিভাগের এই উদ্যোগ আসলেই প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় জীবনের সবথেকে শ্রেষ্ঠ অর্জনের মধ্যে অবশ্যই এটা স্মৃতিতে থেকে যাবে, আর এই অ্যাওয়ার্ড টা শুধু একটা স্মৃতিচিহ্ন নয় আমার জন্য, বরং তার থেকেও বেশি কিছু। অনেক কষ্ট, ভাল লাগা মিশ্রিত এক আবেগ যেটা সবসময় আমাকে আমার বিভাগের সাথে সম্পৃক্ত রাখবে ভবিষ্যতেও।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগে ও পরে শিক্ষার্থীদের নিজেদের বিচার করতে হবে তাদের মধ্যে কি ধরনের মানসিক ও সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে। তাদেরকে কর্মক্ষেত্রে সততা, দক্ষতা ও শ্রমের মাধ্যমে নিজ পরিবার, সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সামাজিক প্রেক্ষাপটের কারণে আমাদের মাঝে ইংরেজিতে কথা বলার বিষয়ে ফোবিয়া তৈরি হয়ে থাকে। অনুশীলনের মাধ্যমে এ ধরনের ফোবিয়া দূর করতে হবে।’
ইংরেজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মমিন উদ্দীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন বলেন, ‘শিক্ষার্থীদের নিজ বিশ্ববিদ্যালয়কে ব্র্যান্ডিং করার জন্য স্মার্ট নাগরিক হিসেবে নিজেদেরকে আন্তর্জাতিকভাবে পরিচিত করতে হবে।’
তিনি আরও বলেন, ‘মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া। এতে অন্য শিক্ষার্থীদের মধ্যে অনুপ্রেরণা তৈরি হবে এবং পড়াশোনায় আগ্রহ বাড়বে।’
উল্লেখ্য, গতবছর ইংরেজি বিভাগের ১০৪তম অ্যাকাডেমিক কমিটি সভায় চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড প্রদানের সিদ্ধান্তটি গৃহীত হয়, যা দ্বিতীয়বারের মতো এবার প্রদান করা হয়।