মহাখালীতে অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার রেল কর্তৃপক্ষ এড়াতে পারে না: বিবৃতি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০২:২০ PM , আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০২:২০ PM
গতকাল উপকূল এক্সপ্রেসের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার রেল কর্তৃপক্ষ এড়াতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে আন্দোলন করা তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর দেড়টায় তিতুমীর ঐক্যের প্যাডে কার্যনির্বাহী কিমিটির সদস্য আমিনুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গতকাল ১৮ই নভেম্বর, তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৩ দফা দাবিতে পূর্ব ঘোষিত " বারাসাত ব্যারিকেড টু মহাখালী " কর্মসূচি চলাকালে রেলপথ এই ব্যারিকেডের আওতায় ছিল। বিষয়টি গত ১৪ নভেম্বর সংবাদ সম্মেলন এবং প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। প্রশাসন ও গোয়েন্দা বিভাগকে এই বিষয়ে অবগত করা হয় হয়। রেল কর্তৃপক্ষ পক্ষকেও এই বিষয়টি আগেই অবগত করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রেলগেইট এ শিক্ষার্থীরা অবস্থান নেওয়ার আগেও ঐখানে দায়িত্বশীল কর্তৃপক্ষকে জানানো হয় যে আজ এই পথে বিকেল ৪ টা পর্যন্ত কোনো রেল চলাচল করবে না। এমনকি ‘উপকূল এক্সপ্রেস’ যখন আসতেছিল তখন ৪-৫ কি.মি দূর থেকেই লাল কাপড় দিয়ে সংকেত দেওয়া হয় রেল থামানোর জন্য। কিন্তু রেল চালক রেল না থামিয়ে বরং এর গতিবেগ বাড়িয়ে দেন। ঐসময় রেললাইনে ২-৩ হাজার শিক্ষার্থী অবস্থান নিয়েছিল।
শিক্ষার্থীরা আরও জানায়, উপকূল এক্সপ্রেস এর এমন খামখেয়ালি আচরণে কারনে অন্তত ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। শিক্ষার্থীরা যখন আহত হয় তখন তারা ক্ষুব্ধ হয়ে কয়েকটি নুড়িপাথর রেলকে লক্ষ্যে করে ছুড়ে মারে। এর ফলশ্রুতিতে রেলের ভিতর শিশুসহ কয়েকজন আহত হয় বলে জানা যায়। এই ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতকর ঘটনা রেল কর্তৃপক্ষের খামখেয়ালি সিদ্ধান্তের মাধ্যমে ঐসময় রেল চলাচল করার অনুমতি দেওয়ার জন্যই হয়েছে। তাই এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ভার কোনোভাবেই রেল কর্তৃপক্ষ এড়িয়ে যেতে পারে না।
পরিশেষে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনার জন্য তিতুমীর কলেজের শিক্ষার্থীরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছে।