১৯ নভেম্বর ২০২৪, ১৩:১৪

দাবি না মানলে ফের ‘বারাসাত ব্যারিকেড’র ঘোষণা তিতুমীর শিক্ষার্থীদের

ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা  © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরে কমিশন গঠনের দাবি মেনে না নিলে আগামীকাল বুধবার রাজধানীর মহাখালীতে ফের সড়ক ও রেলপথ অবরোধ করার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকে অবস্থান কর্মসূচি থেকে ব্রিফিং করে এ ঘোষণা দেন তারা।

ব্রিফিংয়ে শিক্ষার্থীরা বলেন, আজকে আমাদের দাবিগুলো নিয়ে শিক্ষা উপদেষ্টাসহ সরকারের শীর্ষ কর্মকর্তারা বসবেন বলে জেনেছি। সেখানে আমাদের প্রতিনিধি দলও থাকবে। এ বৈঠক থেকে দাবি মেনে নেওয়ার সুনির্দিষ্ট আশ্বাস না পেলে বুধবার বেলা ১১টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করা হবে।

এসময় ‘তিতুমীরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘টিসি না টিইউ’, টিইউ টিইউ’, ‘ডিমান্ড টু গুলশান’, ‘তিতুমীর ভার্সিটি’, ‘ডিমান্ড টু বনানী, তিতুমীর ভার্সিটি, ‘অধ্যক্ষ না ভিসি, ভিসি ভিসি'’, ‘আমাদের ক্যাম্পাসে, আমরাই থাকবো’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।

এ আগে অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সরেজমিনে দেখা যায়, কর্মসূচিকে ঘিরে বিভিন্ন পয়েন্টে প্রায় তিনশত পুলিশ অবস্থান নিয়েছেন। এদিকে মহাখালী রেলগেইট এলাকায় সেনাবাহিনীর সদস্যদের অবস্থান লক্ষ্য করা গেছে।

আন্দোলনকারী শিক্ষার্থী গোলাম কিবরিয়া মুয়াজ বলেন, ক্যাম্পাসের ভিতরে কীভাবে পুলিশ ঢুকলো একটার জবাব দিতে হবে। এর প্রতিবাদে আমরা ক্যাম্পাসের ভিতর একটি বিক্ষোভ মিছিল করবো বেলা ১২ টার সময়। আজকে আমাদের কর্মসূচি ক্লাস-পরীক্ষা বর্জন চলমান থাকবে।

পুলিশ জানায়, আন্দোলনের জন্য যাতে জনদুর্ভোগ সৃষ্টি না হয় আমরা ওই বিষয়টি দেখছি। আমাদের সদস্যরা শিক্ষার্থীদের কর্মসূচি সম্পর্কে জানতে ক্যাম্পাসে গিয়েছিল। তারা আবার সাথে সাথেই ফিরে এসেছে।