১৮ নভেম্বর ২০২৪, ২১:৩৯
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ ক্লোজডাউন ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের দাবিতে ক্লোজডাউন কর্মসূচি ঘোষণা করেছে রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আজ সোমবার (১৮ নভেম্বর) রাতে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, আগামীকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) তিতুমীর কলেজ অনির্দিষ্টকালের জন্য ক্লোজডাউন থাকবে। একই সঙ্গে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মহাখালী রেল ক্রসিং ও আমতলী এলাকায় অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।
এর আগে আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে এসে মহাখালী রেলক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন। বিকেল ৪টা পর্যন্ত এই অবরোধ চলে।
পরে অবরোধ তুলে নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ১২ সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক করেন। পরবর্তীতে আবারও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।