১৮ নভেম্বর ২০২৪, ০২:২৯

আইসিএমএবিতে ‘জব ফেস্ট ২০২৪’ অনুষ্ঠিত

আইসিএমএবি তে অনুষ্ঠিত হল ‘জব ফেস্ট ২০২৪’  © টিডিসি ফটো

দি ইনস্টিটিউট অফ কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অফ বাংলাদেশের উদ্যোগে ‘জব ফেস্ট-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে এই আয়োজন করে আইসিএমএবি জব প্লেইসমেন্ট কমিটি। সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই আয়োজনে অংশগ্রহণ করেন আইসিএমএবির শিক্ষার্থী, সদস্য এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের আমন্ত্রিত ব্যক্তিরা।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশের ৪৫টি কর্পোরেট প্রতিষ্ঠান। প্রফেশনাল ইনস্টিটিউটটির বিভিন্ন লেভেলের শিক্ষার্থী এবং সদস্যরা তাদের পছন্দমতো কোম্পানির স্টল পরিদর্শন করেন এবং সিভি ড্রপ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন আইসিএমএবির প্লেসমেন্ট কমিটির চেয়ারম্যান রুমি তারেক মওদুদ এফসিএমএ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইসিএমএবির প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন এফসিএমএ, সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এফসিএমএ, ইনস্টিটিউটের ন্যাশনাল কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট মো: আখতারুজ্জামান এফসিএমএ, মো: কাউসার আলম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অন্যান্য কর্পোরেট লিডারদের নিয়ে বিভিন্ন স্টল পরিদর্শন করেন আমন্ত্রিত অতিথিরা।

বেলা ১১ টায় ‘মার্কেটিং ফাংশন এন্ড সিএমএ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় আইসিএমএবির রুহুল কুদ্দুস অডিটোরিয়ামে। সেশনটি পরিচালনা করেন টি.কে. গ্রুপের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং আইসিএমএবি প্লেসমেন্ট কমিটির সদস্য এবং মডারেটর মিস তানজিনা হক এফসিএমএ।

দুপুর ২টার দিকে বিভিন্ন কোম্পানির এইচ আর স্পেশালিস্টদের নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা কর্পোরেট রিক্রুটমেন্ট নিয়ে দিকনির্দেশনা তুলে ধরেন৷ এতে অংশগ্রহণ করেন আইসিএমএবির কয়েকশো শিক্ষার্থী এবং কর্পোরেট ব্যক্তিরা।