১৬ নভেম্বর ২০২৪, ১০:১১

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইবি সিআরসির ‘এক বেলা আহার’

সিআরসি ইবি শাখা স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক বেলা খাবারের ব্যবস্থা করা হয়  © সংগৃহীত

‘থেকে একসাথে যুক্ত, করবো পৃথিবী পথশিশু মুক্ত’ স্লোগান সামনে রেখে পথশিশুদের নিয়ে কাজ করা সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠিন কাম ফর রোড চাইল্ডের (সিআরসি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা স্কুলের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ‘এক বেলা আহার’ কর্মসূচি পালিত হয়েছে। 

শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় পাশ্ববর্তী শান্তিডাঙ্গা এলাকায় অবস্থিত সিআরসি ইবি স্কুল প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ১৫ জন সুবিধাবঞ্চিত শিশুর জন্য দুপুরের খাবারের আয়োজন করে সংগঠনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসি স্কুলের ডিরেক্টর মোঃ সাইফুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি মোঃ শাহীদ কাওসার, সহসভাপতি মো. মোরছালিন ও সাবেক স্কুল শিক্ষক মোহসিনা ঐশী।

মোরছালিন বলেন, ‘এই আয়োজন শুধু এক বেলার খাবার নয়, বরং শিশুদের আত্মবিশ্বাসকে শক্তিশালী করার একটি প্রয়াস। সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য আমাদের এই ধরনের কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি।’

সাবেক স্কুল শিক্ষক মোহসিনা ঐশী বলেন, ‘শিশুদের মধ্যে এই আয়োজনে যে আনন্দের ঝিলিক দেখা যায়, তা আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি। এই বিশেষ আহার আয়োজনের মাধ্যমে সিআরসি’র সদস্যরা সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সমাজের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরেছেন। এরা আমাদের ভবিষ্যৎ, এদের প্রতি যত্নশীল হওয়া আমাদের নৈতিক দায়িত্ব। এই আয়োজন শিশুদের জন্য আমাদের ভালোবাসা ও সহানুভূতির নিদর্শন।’

সাবেক সভাপতি শাহীদ কাওসার বলেন, ‘সিআরসি সব সময়ই সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিয়মিত পাঠদানের পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও সামাজিক দায়িত্বশীলতার দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এ ধরনের আয়োজনে অংশগ্রহণ সবসময়ই আমার জন্য গর্বের বিষয়। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমাদের এই উদ্যোগ সমাজে পরিবর্তন আনার একটি প্রয়াস। আমাদের এই ভালোবাসা ও সহানুভূতি তাদের জীবনের বড় প্রেরণা হতে পারে ‘

স্কুল পরিচালক মো. সাইফুল ইসলাম বলেন, ‘আমরা এই শিশুদের শুধু শিক্ষাদানের মাধ্যমে গড়ে তোলার চেষ্টা করছি না, বরং তাদের মানসিক বিকাশ ও মৌলিক চাহিদা পূরণের দিকেও আমাদের সাধ্যমতো নজর দিচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে জুম্মার নামাজের পর এক বেলা উন্নতমানের খাবারের আয়োজন করা হয়েছে। আজকের এই আয়োজন তাদের প্রতি আমাদের দায়িত্ববোধের একটি ক্ষুদ্র উদাহরণ, যাতে তারা নিজেদের ভবিষ্যৎ গড়ার সাহস পায়।’

২০১৬ সালে সিআরসি ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকায় সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। বর্তমানে সিআরসি পরিচালিত স্কুলে প্রায় ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুকে বিনামূল্যে শিক্ষা দেওয়া হচ্ছে এবং তাদের জন্য শিক্ষা উপকরণ সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া সংগঠনটি বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রমের মাধ্যমে প্রশংসা অর্জন করেছে।