শিক্ষার্থীদের জন্য নেয়া বিভিন্ন উদ্যোগের সাপ্তাহিক হালনাগাদ তথ্য প্রকাশ শাবিপ্রবির
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৬:২৬ PM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৪, ০৬:২৬ PM
শিক্ষা ও গবেষণার উন্নয়ন, শিক্ষার্থীদের বৃত্তিপ্রদান, শিক্ষার্থীদের জন্য ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে শিক্ষার্থীদের অ্যাকাডেমিক মানোন্নয়নে একাধিক বিষয়ে, কর্তৃপক্ষের গত সপ্তাহে নানামুখী উদ্যোগের এই প্রথম সাপ্তাহিক হালনাগাদ তথ্য দিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. নুরুল আমিনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে গত সপ্তাহে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। উদ্যোগসমূহ হলো- ঢাকায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পেট্রোবাংলার মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকটির উদ্দেশ্য হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান, প্রযুক্তি এবং অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে উভয়পক্ষ লাভবান হওয়া; উভয় প্রতিষ্ঠানের পেশাগত দক্ষতা উন্নয়ন; যৌথভাবে সভা, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি আয়োজনের মাধ্যমে জ্ঞান ও অভিজ্ঞতা বৃদ্ধি এবং তথ্য আদান প্রদানের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানের গবেষণালব্ধ জ্ঞান শিল্প কারখানার বাস্তবিক কাজে ব্যবহার করা। অনুরূপভাবে শিল্প প্রতিষ্ঠানের বাস্তব অভিজ্ঞতা শিক্ষা প্রতিষ্ঠানের পুস্তকের জ্ঞানের সাথে সমন্বয় সাধন করা।
এছাড়াও যে-সব হালনাগাদ তথ্য প্রকাশ করা হয় সেগুলো হলো:
বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষ, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের লাইব্রেরি ওরিয়েন্টেশন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ২৮টি বিভাগ নতুন ভর্তিকৃত সকল শিক্ষার্থীর জন্য আয়োজিত এ ওরিয়েন্টেশন প্রোগ্রামে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেন্ট্রাল লাইব্রেরির বই ও অন্যান্য পাঠসামগ্রীর অবস্থান, অনলাইন ক্যাটালগ সার্চ পদ্ধতি, বই লেনদেন পদ্ধতি, ই-বুক ও ই-জার্নাল এক্সেস করার কৌশলসহ লাইব্রেরির বিভিন্ন নিয়ম- কানুন সম্পর্কে ধারণা দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর উদ্যোগে ৪৪ জন শিক্ষার্থীকে মিনি অডিটরিয়ামে মাসিক চার হাজার টাকা হারে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর।
বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের (বিএএ)-এর সিলেট অঞ্চলের উদ্যোগে 'আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস ২০২৪' এর আলোচনা সভা শাবিপ্রবিতে অনুষ্ঠিত হয়।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে শিক্ষার্থীদের জন্য ডিজিটাল দক্ষতা সক্রিয়করণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। স্নাতক প্রথম বর্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের ১৭৮ সভায় স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ বদিউজ্জামান ফারুককে সভাপতি ও অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল ইসলামকে সদস্য সচিব করা হয়।