জবির আন্দোলনকে কেন্দ্র করে উপদেষ্টা নাহিদের বিরুদ্ধে অপপ্রচার
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চলমান হল আন্দোলনকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
ভিডিওতে দেখা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ বলে স্লোগান দিচ্ছে। এসময় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে সচিবালয়ের সামনে আসেন উপদেষ্টা নাহিদ।
শিক্ষার্থীরা জানান, এই স্লোগান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন শুরু হওয়ার পর থেকেই দিয়ে আসছিলো। মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে উদ্দেশ্য করে এই স্লোগান দেওয়া হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে হলের কাজ কচ্ছপ গতিতে করছিল।
এছাড়া জবির পিডির বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির অভিযোগ করেন শিক্ষার্থী। তারা জানান, এই পিডিসহ জবির সকল অনিয়মের বিরুদ্ধে বলা হয়েছিলো ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’। তারা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চান তাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর মাধ্যমে বাস্তবায়ন হোক।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান রাব্বী বলেন, এই স্লোগান আমাদের বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে দিয়েছি। নাহিদ ভাই বরং আমাদের সমস্যা সমাধান করতে আমাদের কাছে এসেছিলেন। কিন্তু পালিয়ে থাকা আওয়ামী লীগ এর নেতাকর্মীরা এসব তথ্য এডিট করে ভুল ভাবে উপস্থাপন করছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।
উল্লেখ্য, গতকাল সোমবার (১১ নভেম্বর) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তিসহ পাঁচ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে অবস্থান নেন। তাদের সঙ্গে দেখা করে আগামী তিন দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন উপদেষ্টা নাহিদ ইসলাম। পরবর্তীতে শিক্ষার্থীদের ১২ সদস্যের এবং শিক্ষকদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা উপ-উপদেষ্টা ও তথ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। আশ্বাস পাওয়ার পর চার ঘণ্টা পর সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা।