কুবিতে নির্মাণাধীন হলের ছাদ থেকে পড়ে আহত শ্রমিক
- কুবি প্রতিনিধি
- প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:০৭ PM , আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৮:১৬ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সম্প্রসারিত অংশের নির্মাণাধীন চার তলার ছাদ থেকে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হয়েছে। রবিবার বিকালে নির্মাণাধীন হলের কাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানা যায়। আহত শ্রমিক মনোয়ারের বাড়ি গাইবান্ধা জেলার নলডাঙ্গা গ্রামে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৪ টার দিকে বঙ্গবন্ধু হলের সম্প্রসারিত অংশের কাজ করছিলেন মো. মনোয়ারুল ইসলাম। কাজ চলাকালীন সময় অসাবধানতাবশত চারতলার ছাদ থেকে নীচে পড়ে যান তিনি। ঘটনাস্থলে মাথায় আঘাত পেয়ে তাৎক্ষণিক জ্ঞান হারিয়ে ফেললে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজে স্থানান্তর করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের কর্মকর্তা মো. আলী হাসান নেওয়াজ বলেন, ‘আহত শ্রমিকের অবস্থা গুরুতর। চার তলা থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছে। বর্তমানে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। আহত শ্রমিককে হাসপাতালে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নিবে।’