এমফিল ও পিএইচডি ভর্তি চলছে বিইউপিতে, যেভাবে করবেন আবেদন
ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি)। প্রতিষ্ঠানটি এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ২০২৫–২৬ এ সেশনে শিক্ষার্থী ভর্তিতে আবেদনপত্র আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
গবেষণা যেসব বিষয়ে—
*ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, ব্যাংকিং ও মার্কেটিং, এইচআরএম, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানজেমেন্ট;
*ইংরেজি, লোকপ্রশাসন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ডিজাস্টার অ্যান্ড হিউম্যান সিকিউরিটি ম্যানেজমেন্ট, উন্নয়ন অধ্যয়ন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, শিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন,মনোবিজ্ঞান;
*পিস, কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যান রাইটস, আন্তর্জাতিক সম্পর্ক (আইআর), গণযোগাযোগ ও সাংবাদিকতা, আইন, সিকিউরিটি;
*কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স;
*মেডিকেল সায়েন্স ইন দ্য ফিল্ড অব পাবলিক হেলথ অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন;
এমফিল প্রোগ্রামে আবেদনের শর্তাবলি—
*ইঞ্জিনিয়ারিংয়ে ৪ বছরের স্নাতক ডিগ্রি অথবা ৩ বছরের স্নাতক এবং এক বছরের মাস্টার্স অথবা ২ বছরের স্নাতক ও ২ বছরের মাস্টার্স অথবা এমবিবিএস ডিগ্রি থাকতে হবে;
*এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা, জিপিএ-৫ স্কেলে ন্যূনতম ৪ পেতে হবে;
*কলা ও মানবিকের প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বর অথবা সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে এবং বিইউপি বা অন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞানের শিক্ষার্থীদের সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ পেতে হবে;
*শিক্ষকতা বা গবেষণাকর্মে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, সরকারি/বেসরকারি/শায়ত্তশাসিত প্রতিষ্ঠান/আধা শায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
পিএইচডি প্রোগ্রামে আবেদনের শর্তাবলি—
*এমফিল সম্পন্ন করা শিক্ষার্থীরা সরাসরি পিএইচডি প্রোগ্রামে ভর্তিতে আবেদন করতে পারবেন।
*শিক্ষার্থীদের ৩ বছরের স্নাতকের সঙ্গে ২ বছরের মাস্টার্স অথবা ৪ বছরের স্নাতকের সঙ্গে ১ বছরের মাস্টার্স ডিগ্রি থাকতে হবে;
*এসএসসি বা সমমানের পরীক্ষায় প্রথম শ্রেণি বা সিজিপিএ-৫ স্কেলে ৪ থাকতে হবে এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে;
*কলা ও মানবিকের প্রার্থীদের ৫৫ শতাংশ নম্বর অথবা সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩ পেতে হবে এবং বিইউপি বা অন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগ্রামের বিজ্ঞানের শিক্ষার্থীদের সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ পেতে হবে;
*জাতীয় বা আন্তর্জাতিক জার্নালে আইএসএসএনসহ গবেষণা বিষয়ে ২টি প্রকাশনা থাকতে হবে;
*শিক্ষকতা পেশায় বা গবেষণাকর্মে ন্যূনতম ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা, সরকারি/বেসরকারি/শায়ত্তশাসিত প্রতিষ্ঠান/আধা শায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ন্যূনতম ৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ভর্তিতে আবেদন চলছে, মেধাবৃত্তি পাবেন ৩০ জন
আবেদন যেভাবে—
*প্রার্থীদের এখানে ক্লিক করে এমফিল ও পিএউচডি প্রোগ্রামের আবেদনপত্র ডাউনলোড করে দরকারি তথ্য দিয়ে তা পূরণ করতে হবে;
*প্রার্থীকে ট্রাস্ট ব্যাংকের যেকোনো শাখায় ‘সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্স’, বিইউপির অ্যাকাউন্ট নম্বর: ০০২৮০২১০০০৮৯৯৮–এ অফেরতযোগ্য ৮ হাজার টাকা আবেদন ফি জমা দিয়ে ট্রানজেকশন আইডি সংগ্রহ করতে হবে;
*আবেদন ফি জমা দেওয়ার পর ট্রানজেকশন আইডি আবেদনপত্রের ১৭ নম্বর ঘরে ব্যাংকের শাখার নামসহ পূরণ করতে হবে;
*আবেদনপত্রের হার্ডকপি দরকারি সব কাগজপত্রের সঙ্গে যুক্ত করে সেন্টার ফর হায়ার স্টাডিজ অ্যান্ড রিসার্স (সিএইচএসআর), কক্ষ নম্বর ১২১৪ (১২ তলা), একাডেমিক ব্লক, বিইউপি ঠিকানায় পাঠাতে হবে;
ভর্তিবিষয়ক গুরুত্বপূর্ণ তারিখ—
*আবেদনের শেষ তারিখ: ২৩ জানুয়ারি ২০২৫;
*যোগ্য প্রার্থীদের নামের তালিকা প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫;
*মৌখিক পরীক্ষা: ১০ থেকে ৩০ মার্চ ২০২৫;
*চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের নাম প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫;
*চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের ভর্তি ও নিবন্ধন সম্পন্ন: ২৭ এপ্রিল থেকে ২০ মে ২০২৫;
*কোর্স শুরু কবে থেকে: ১১ জুলাই ২০২৫;
বিইউপির এমফিল ও পিএইচডিবিষয়ক বিস্তারিত তথ্য জানতে এখানে ক্লিক করুন।