দাবি আদায়ে ‘মুলা বিতরণ’ কর্মসূচি জবি শিক্ষার্থীদের
ইউজিসির বৈষম্যনীতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসনের উদাসীন আচরণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ‘মুলা বিতরণ’ কর্মসূচি পালন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (১০ নভেম্বর ) দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শান্তু চত্বর থেকে মিছিল নিয়ে কাঁঠালতলা হয়ে শহিদ মিনারে এসে সবাই একত্র হন। এ সময় শিক্ষার্থীরা ‘ক্যাম্পাস না মুলা? মুলা মুলা’, ‘আপস না সংগ্রাম? সংগ্রাম সংগ্রাম’ স্লোগান দেন।
আরও পড়ুন: জবিতে ময়লার ভাগাড় পরিষ্কার করে ছাত্রদলের বৃক্ষরোপণ
উল্লেখ্য, গত (৪ নভেম্বর ) থেকে তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তিন দফা দাবি হলো, স্বৈরাচার আমলে নিয়োগপ্রাপ্ত প্রজেক্ট ডিরেক্টরকে আইনের আওতায় আনতে হবে এবং ৭ দিনের মধ্যে সেনাবাহিনীর দক্ষ অফিসারদের হাতে এই দায়িত্ব অর্পণ করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট ঘোষণা আসতে হবে যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়া হয়েছে এবং হস্তান্তর প্রক্রিয়ার রূপরেখা স্পষ্ট করতে হবে। অবিলম্বে বাকি ১১ একর জমি অধিগ্রহণের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং পুরাতন ক্যাম্পাস নিয়ে স্বৈরাচার সরকারের আমলের সব চুক্তি বাতিল করতে হবে।