সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষার্থীদের সাথে কেন্দ্রীয় ছাত্রদলের মতবিনিময়

দেশের সামগ্রিক শিক্ষাব্যবস্থার উন্নয়ন , ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ, শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস বিনির্মাণসহ বিভিন্ন লক্ষ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন  বিশ্ববিদ্যালয়, কলেজে সফর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী  ছাত্রদল। তারই ধারাবাহিকতায় ছাত্রদলের একটি প্রতিনিধি দল গতকাল মঙ্গলবার  জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, কলেজ পুকুরে মৎস্য অবমুক্তকরণ, ক্যাম্পাসে বৃক্ষরোপণ, ডাস্টবিন স্থাপন ও ফুলগাছ রোপণ কর্মসূচি পালন করেছে ।

শুরুতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি শাকির আহমেদ, যুগ্ম সম্পাদক মো: ওমর সানী ও যুগ্ম সম্পাদক রিসালাত ইসলাম সজীবের নেতৃত্বাধীন টিম জামালপুরের ঐতিহ্যবাহী সরকারি আশেক মাহমুদ কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে  মতবিনিময় করেন।শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ মতামত গ্রহণ শেষে কেন্দ্রীয় এই টিম সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কলেজ পুকুরে মাছ অবমুক্ত করেন, ক্যাম্পাসে ফলজ ও ওষধি বৃক্ষ রোপণ করেন। বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন ও প্রতিষ্ঠাতার মুরালের আশেপাশে ফুলগাছ রোপণ করেন।

এসময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি শাকির আহমেদ বলেন, গত ৫ আগস্ট পরবর্তী শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, ছাত্র রাজনীতিতে তাদের প্রত্যাশা, শিক্ষার পরিবেশ ও শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা বিষয়ে আলোচনা করেছি।আমরা  সাধারণ শিক্ষার্থীদের অঙ্গীকার করেছি সারা বাংলাদেশে মাদক, সন্ত্রাস,সহিংসতা,সিট বাণিজ্য,  ইভটিজিং মুক্ত নিরাপদ শিক্ষাঙ্গণ গড়ে তুলবো ইনশাল্লাহ।


সর্বশেষ সংবাদ