চবি উপাচার্য

আধুনিক মানবিক সভ্যতা বিনির্মাণে গণিতের ভূমিকা অসামান্য

গণিত অলিম্পিয়াডে অতিথিবৃন্দ
গণিত অলিম্পিয়াডে অতিথিবৃন্দ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) গণিত বিভাগের উদ্যোগে ১০ম জাতীয় গণিত অলিম্পিয়াড চট্টগ্রাম অঞ্চল ২০১৮ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে চবির বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল- উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালি, প্রতিযোগিতামূলক পরীক্ষা, প্রশ্নোত্তর পর্ব, সনদ বিতরণ এবং সমাপণী অনুষ্ঠান।

সকাল ১০ টায় অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, বাংলাদেশ গণিত সমিতির জাতীয় গণিত অলিম্পিয়াড কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মো. মনিরুল আলম সরকার।

উপাচার্য বলেন, গণিত হচ্ছে জ্ঞান-বিজ্ঞান শিক্ষার মৌলিক ভিত্তি। বিজ্ঞান শিক্ষা জীবন ও জগৎ সম্পর্কে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখে এবং কুসংস্কারের জগতে জ্বালায় সত্যের আলো। এই সত্য প্রতিষ্ঠায় গণিতের ভূমিকা অনস্বীকার্য। উপাচার্য আধুনিক জ্ঞান-বিজ্ঞান চর্চা, প্রযুক্তির ইতিবাচক ব্যবহার ও আধুনিক মানবিক সভ্যতা বিনির্মানে গণিতের ভূমিকা ও অসামান্য অবদান আলোকপাত করে বলেন, গণিত হচ্ছে এ ধরিত্রীর সীমাহীন সম্ভাবনার ক্ষেত্র। এই সম্ভাবনাকে দৃশ্যমান ও কার্যকর করতে হবে।

চবি গণিত বিভাগের সভাপতি ও এ অলিম্পিয়াড আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. গণেশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং উক্ত বিভাগের প্রভাষক জনাব এস এম ইরফানুল কবির চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. কল্যাণ কুমার দে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর কাজী খাইরুল বাশার এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই অলিম্পিয়াডে ১৪টি বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রায় ১৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।  


সর্বশেষ সংবাদ