বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
হল বন্ধের প্রতিবাদে অবরুদ্ধ প্রাধ্যক্ষ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ৩০ নভেম্বর ২০১৮, ০৩:৪১ PM , আপডেট: ৩০ নভেম্বর ২০১৮, ০৪:৩৫ PM
ভর্তি পরীক্ষায় নিরাপত্তার অজুহাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আবাসিক হলগুলো বন্ধ রাখার সিদ্ধান্তের প্রতিবাদে শহীদ মুখতার ইলাহী হলের প্রাধ্যক্ষ ফেরদৌস রহমানকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। শুক্রবার বেলা ১১ টার দিকে হল সিলগালা করতে আসলে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফেরদৌস রহমানকে প্রভোস্ট কক্ষে অবরুদ্ধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই কক্ষেই অবস্থান করছিলেন প্রাধ্যক্ষ।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ২ থেকে ৫ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় নিরাপত্তার অজুহাতে ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই সিদ্ধান্তের আলোকে আজ শুক্রবার সকাল ১০টার মধ্যেই আবসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নোটিশ দেয় সংশ্লিষ্ট হল প্রশাসন। এরই ধারাবাহিকতায় শুক্রবার বেলা ১১ টার দিকে হল সিলগালা করতে আসলে মুখতার ইলাহী হলের প্রাধ্যক্ষ ফেরদৌস রহমানকে অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। এর আগে সকাল থেকেই বঙ্গবন্ধু হলসহ অন্য হলগুলোতে অবস্থান নেয় তারা। শেষ খবর পাওয়া পর্যন্ত নিজ অফিসে অবরুদ্ধ আছেন প্রাধ্যক্ষ।
শিক্ষার্থীরা জানায়, তাদের কথা চিন্তা না করেই হল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এতে তারা বিপাকে পড়েছে। তাদের থাকার জায়গা নেই। ছয়দিনের জন্য তারা বাড়িতেও যেতে পারছে না। আর অনেকের পরিচিত আত্মীয়-স্বজন পরীক্ষা দিতে আসবে। এমতাবস্থায় নিজেদের থাকার জায়গা হারাচ্ছে তারা। তাই হল ছাড়তে চাইছে না শিক্ষার্থীরা। এ বিষয়ে কয়েকজন শিক্ষার্থী বলেন, ভর্তি পরীক্ষায় নিরাপত্তার অজুহাতে হল বন্ধ রাখার সিদ্ধান্তে আমরা অবাক হয়েছি। তিন হলে প্রায় এক হাজার শিক্ষার্থী অবস্থান করছে। তাদের আবাসনের কথা চিন্তা না করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। হল বন্ধ হলে তারা কোথায় যাবে? অনেকের বাড়ি থেকে পরিচিত শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসবে, তাদেরকে কোথায় রাখবে? তারা আরও বলেন, বিগত ভর্তি পরীক্ষাগুলোতে বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী অনিয়ম করেনি। অনিয়মের সাথে শিক্ষক ও কর্মকর্তারা জড়িত ছিল। কিন্তু তাদের ডরমেটরি খোলা রেখে হল বন্ধ করে দেয়া হচ্ছে। এটা অযৌক্তিক। শিক্ষার্থীরা এ সিদ্ধান্ত মানবে না। তাই তারা সব হলে অবস্থান কর্মসূচি পালন করছে।
এদিকে, শহীদ মুখতার ইলাহী হলের প্রাধ্যক্ষ ফেরদৌস রহমানের অবরুদ্ধ হওয়ার সংবাদে অন্য হলগুলোতে আসেননি সংশ্লিস্ট হলের প্রাধ্যক্ষ বডি। এ বিষয়ে শহীদ মুখতার ইলাহী হলের প্রাধ্যক্ষ ফেরদৌস রহমান বলেন, শিক্ষার্থীরা হল ছাড়তে চাইছে না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ও রেজিস্ট্রার ইবরাহীম কবীর বলেন, হল বন্ধ না করার জন্য প্রতিবছর আন্দোলন হয়, এবারও হচ্ছে। তবে হল বন্ধ হবেই। সার্বিক বিষয়ে জানতে উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে কল দেয়া হলে তিনি রিসিভ করেননি।