বঙ্গবন্ধুকে নিয়ে বই-সেমিনার, পদায়নের সপ্তাহের মধ্যে কুমিল্লা টিটি অধ্যক্ষকে বদলি

অধ্যাপক ড. ডি এ ফিরোজ শাহের লেখা বই ও  অধ্যাপক ড. ডি এ ফিরোজ শাহ
অধ্যাপক ড. ডি এ ফিরোজ শাহের লেখা বই ও অধ্যাপক ড. ডি এ ফিরোজ শাহ  © টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখেছেন একাধিক বই, তাঁর শিক্ষা দর্শন শীর্ষক আয়োজিত সেমিনারে অংশ নিয়েছেনও। বলেছিলাম শিক্ষা ক্যাডারে কর্মরত অধ্যাপক ড. ডি এ ফিরোজ শাহের কথা। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে (মাউশি) ওএসডিতে (সংযুক্ত ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজ) থাকা এই কর্মকর্তাকে সম্প্রতি কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছিল। আবার এক সপ্তাহের মধ্যে সেখান থেকে অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে অন্যত্র।

অভিযোগ রয়েছে, অধ্যাপক ড. ফিরোজ শাহ আওয়ামী সমর্থিত শিক্ষা ক্যাডারের কর্মকর্তা হওয়ার পরও ‘প্রাইজ পোস্টিং’ হিসেবে গত ২২ অক্টোবর কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এরপর ২৪ তারিখে তিনি সেখানে যোগদান করেন। এরই মধ্যে বিষয়টি নিয়ে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দিলে গত ২৯ অক্টোবর তাকে আবার নওগাঁ সরকারি কলেজে অধ্যাপক (ভূগোল) হিসেবে বদলি করা হয়। 

এদিকে, ২৯ অক্টোবর একই প্রজ্ঞাপনে কুমিল্লা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ফেরদৌসী আকতারকে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। আগামী ৫ নভেম্বরের মধ্যে তাদেরকে বদলিকৃত স্থানে যোগদান করতে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

এ বিষয়ে শিক্ষা ক্যাডারের এক কর্মকর্তা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে এই ধরনের কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে পদায়ন করা এক প্রকার প্রাইজ পোস্টিং। বিষয়টি নিয়ে বির্তক তৈরি হলে শিক্ষা মন্ত্রণালয় সপ্তাহের মধ্যে পদায়ন বাতিল করেছে।

এ বিষয়ে অধ্যাপক ড. ডি এ ফিরোজ শাহ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাকে ২২ তারিখে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অধ্যক্ষ হিসেবে পদয়ান করলে ২৪ তারিখে সেখানে জয়েন করি। পরে ২৯ তারিখে নওগাঁ সরকারি কলেজে বদলি করা হয়। যেহেতু বদলি করে প্রজ্ঞাপন জারি করেছে তাই ৫ নভেম্বরের মধ্যে যোগদান করবো।

নিজের রাজনৈতিক মতাদর্শ প্রসঙ্গে তিনি বলেন, আমি কোনো দলের রাজনীতি করি না। তবে লেখালিখি করি, আমার লেখা প্রায় ৫০টি বই আছে।

এদিকে, অধ্যাপক ড. ডি এ ফিরোজ শাহ বঙ্গবন্ধু কিংবা আওয়ামী লীগ নিয়ে কয়টি বই লিখেছেন সেটি জানা যায়নি। তবে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা চারটি বইয়ের নাম জানা গেছে। সেগুলো হলো- ‘বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন’, ‘অন্য চোখে বঙ্গবন্ধু’, ‘বঙ্গবন্ধু নদী নৌকা নারী’ এবং ‘বঙ্গবন্ধুর আলোকচিত্রের মনোসামাজিক বিশ্লেষণ’।

এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকার কলেজে গত বছরের ১৫ ফেব্রুয়ারি ‘বঙ্গবন্ধু শিক্ষাদর্শন: শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে তার অবদান’ শীর্ষক এক সেমিনারে মূল প্রবন্ধ করেছিলেন তিনি।


সর্বশেষ সংবাদ