ববি ছাত্রীর মৃত্যু: দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার শিক্ষার্থীদের
সড়ক দুর্ঘটনায় এক ছাত্রী নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণসহ দাবি মানার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। শুক্রবার (১ নভেম্বর) রাতে বাস মালিকপক্ষের সঙ্গে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দীর্ঘ আলোচনার পর ক্ষতিপূরণ পাওয়ার আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করা হয়। বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মাইশা ফওজিয়া মিম প্রাণ হারিয়েছেন।
আন্দোলন প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল। তিনি বলেন, ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে মালিকপক্ষ থেকে ১০ লাখ, বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে ৫ লাখ ও বিআরটি থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
তিনি বলেন, মালিকপক্ষ থেকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে টাকা হস্তান্তরের কথা বলা হয়েছে। এছাড়া শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি ভালো ফান্ড পাওয়া যেতে পারে। বাকি যে দাবি-দাওয়া ছিল, তার মধ্যে কিছু কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। অন্যগুলোও শিগগিরই শুরু হবে।
আরো পড়ুন: ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় রিকশাচালককে আদালতে পাঠিয়েছে পুলিশ
সড়ক দুর্ঘটনায় ছাত্রী নিহতের ঘটনায় শুক্রবার (১ নভেম্বর) রাত ১১টার দিকে পটুয়াখালীর খাসেরহাট গ্রাম থেকে ঘাতক বাসচালক জামিল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার (৩০ অক্টোবর) রাতে বাসের ধাক্কায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন।
বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস তাকে চাপা দেয়। এ ঘটনায় শিক্ষার্থীরা বাসটিতে আগুন দেন। পরে তারা ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।