০১ নভেম্বর ২০২৪, ১২:১৭

শিক্ষার্থীদের পাশে ভিক্টোরিয়া কলেজ ডিগ্রি উন্নয়ন পরিষদ

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে চলছে ভর্তি সহয়তা ক্যাম্পিং  © টিডিসি

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে চলছে ভর্তি সহয়তা ক্যাম্পিং। কলেজের ডিগ্রি প্রথম বর্ষে স্থান পাওয়া শিক্ষার্থীদের জন্য এ আয়োজন। রোববার (২৭ অক্টোবর) শুরু হয় এ ক্যাম্পিং। আয়োজন করে কলেজের ডিগ্রী শাখার শিক্ষার্থী সহায়তাকারী সংগঠন ডিগ্রি উন্নয়ন পরিষদ। এ ক্যাম্পিং চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

জানা যায়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ডিগ্রি শাখায় ভর্তি হয় কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা। তাদের কথা চিন্তা করে ভর্তির যাবতীয় তথ্য ও ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তা করার জন্য এ উদ্যোগ নেন কলেজের ডিগ্রি উন্নয়ন পরিষদ।

দেখা যায়, কলেজের ডিগ্রি শাখার প্রশাসনিক ভবনের সামনে খোলা আকাশের নিচে টোন-টেবিল বসিয়ে ভর্তি হতে আসা আগত শিক্ষার্থীদের ভর্তিবিষয়ক পরামর্শ দিচ্ছেন কল সংগঠনের সদস্যরা। শিক্ষার্থীদের এই উদ্যোগে পাল্টে গেছে ভর্তি প্রক্রিয়ার চিত্র। এ ক্যাম্পিংয়ের সহযোগিতায় সহজে ভর্তি হতে পারছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: নানা নাটকীয়তায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে উপাধ্যক্ষ নিয়োগ

কলেজের ডিগ্রি উন্নয়ন পরিষদের সভাপতি মেহেদী হাসান রিয়াজ ও  সাধারণ সম্পাদক জাকির হোসেন নাঈম বলেন, ‘ডিগ্রি শাখায় ভর্তি হতে আসা শিক্ষার্থীদের কথা চিন্তা করে আমরা এই কার্যক্রমের উদ্যোগ নিয়েছি। উদ্যোগটি নেওয়াতে এখন শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়ার সহজ হয়েছে।’

ডিগ্রি উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা প্রফেসর জীতেন্দ্র নাথ তরফদার বলেন, শিক্ষার্থীরা ভালো উদ্যোগ নিয়েছে। কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভূঁইয়া স্যারের অনুমতিক্রমে ভর্তি সহযোগিতা ক্যাম্পিংয়ের উদ্বোধন হয়। এ উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।