ইবির বোটানিক্যাল গার্ডেন এখন ‘জুলাই উদ্যান’
চব্বিশের জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা এবং ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে ২০১৯ সালে ৬ বিঘা জমির উপর বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ নিয়ে স্থাপিত বোটানিক্যাল গার্ডেনের নাম বদলে `জুলাই উদ্যান' হিসেবে নামকরণ করা করেছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুর ২ টার দিকে ইবি লেক পাড়ে অবস্থিত জুলাই উদ্যানে বৃক্ষরোপণের মাধ্যমে নতুন নামকরণ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক ইয়াশিরুল কবীর, তানভীর মন্ডল, শাখা ছাত্রদলের আহবায়ক সাহেদ আহাম্মেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ ও বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব না হলে আমরা মুক্তভাবে চলাফেরা করতে পারতাম না। তাই এই বিপ্লবের চেতনাকে আমাদের ধারণ ও লালন করতে হবে। একটা সময় আমরা দুনিয়া থেকে চলে যাব কিন্তু এই উদ্যান অনন্তকাল এই বিপ্লবের স্মৃতি হিসেবে রয়ে যাবে। পরবর্তী প্রজন্মের কাছে স্মৃতি হিসেবে মন মগজে গেঁথে থাকবে।
উপাচার্য আরও বলেন, আমরা আর পিছনের দিকে ফিরে যাবো না। আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী ন্যায্য অধিকার আদায়ের বাংলাদেশ। এছাড়া এই উদ্যানটি আগামী দিনের প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে আশাবাদ ব্যক্ত করেন তিনি।