৩০ অক্টোবর ২০২৪, ১৭:৩১

উপাধ্যক্ষের পুনর্বহালের দাবিতে কবি নজরুল কলেজে বিক্ষোভ

উপাধ্যক্ষের পুনর্বহালের দাবিতে কবি নজরুল কলেজে বিক্ষোভ  © টিডিসি ফটো

কবি নজরুল সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ্ আহম্মদ ফকিরের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা। বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে এ মিছিল অনুষ্ঠিত হয়।

জানা যায়, শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে অধ্যাপক ছালেহ্ আহম্মদ ফকিরকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তারই প্রতিবাদে শিক্ষার্থীরা আজ বিক্ষোভ করেন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যখন কবি নজরুল কলেজের সাবেক অধ্যক্ষ আমেনা বেগম শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন না জানিয়ে উল্টো ছাত্রলীগের নেতাকর্মীদের সহযোগিতা করেছে, সেখানে উপাধ্যক্ষ অধ্যাপক ছালেহ্ আহম্মদ স্যার বিভিন্ন কায়দায় সাধারণ শিক্ষার্থীদের সাহায্য করেছেন। শিক্ষার্থীদের আন্দোলনকে তিনি সমর্থন জানিয়েছে। এছাড়াও আন্দোলনে নিহত এবং আহত শিক্ষার্থীদের তিনি নিজে বাড়ি বাড়ি গিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

শিক্ষার্থীরা আরো বলেন, দুর্দিনে যে সাধারণ শিক্ষার্থীদের উপকার করেছে তার প্রতিদান কখনো তিরস্কার হতে পারে না। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের এমন হটকারী সিদ্ধান্তকে ধিক্কার জানাই। আমরা কবি নজরুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা চাই তিনি যেন কবি নজরুল কলেজের উপাধ্যক্ষ হিসেবে থাকেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ও কবি নজরুল কলেজের সমন্বয়ক মেহেদী হাসান বলেন, ছালেহ্ আহম্মদ স্যার একজন আদর্শবান শিক্ষক। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবিকে তিনি সর্বদা সমর্থন জানিয়েছেন। আমরা এই কলেজেই স্যারের পুনর্বহাল চাই।

শিক্ষার্থীরা আরো বলেন, আমাদের এখানে নতুন যে উপাধ্যক্ষকে পদায়ন করা হয়েছে তার বাড়ি গোপালগঞ্জ। আমরা চাই না কোন ফ্যাসিস্টেরর দোসর এই ক্যাম্পাসে আসুক। আমাদের এই ক্যাম্পাস বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ক্যাম্পাস। আমরা কোনভাবেই তা কলঙ্কিত করতে দেবো না। আমরা চাই অতিসত্বর শিক্ষা উপদেষ্টা আমাদের উপাধ্যক্ষ স্যারের ওএসডি প্রত্যাহার করে এখানেই পুনর্বহাল করা হোক।