৩০ অক্টোবর ২০২৪, ১১:১৮

ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

সায়েন্সল্যাব মোড় অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ সংস্কার কমিশন বাতিল করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো পূর্বঘোষিত সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচির পালন করছেন তারা।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শহীদ মিনার থেকে বিক্ষোভ নিয়ে সায়েন্সল্যাব অবরোধ করেন। 

এসময় নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা বসে পড়ে অবস্থান গ্রহণ করেন। যার ফলে সায়েন্সল্যাব মোড় সংলগ্ন শাহবাগ, মিরপুর ও মোহাম্মদপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা, শিক্ষা শিক্ষা না সিন্ডিকেট, সিন্ডিকেট, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, কমিটি বাতিল কর, কমিশন গঠন কর' শিক্ষা নিয়ে প্রসহন, চলবে না, চলবে না, শিক্ষা না ব্যবসা, শিক্ষা শিক্ষা’ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

আরও পড়ুন: আজ সায়েন্সল্যাব সকাল-সন্ধ্যা ব্লকেড ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের

এর আগে, গত ২২ সেপ্টেম্বর থেকে ঢাবি অধিভুক্ত থেকে মুক্তি, স্বাতন্ত্র্য বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০১৭ সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে রাজধানীর ঐতিহ্যবাহী সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। শিক্ষার্থীদের অভিযোগ অধিভুক্তের আগের পরে কলেজেগুলোতে শিক্ষার মানের কোন উন্নতি হয়নি। 

বর্তমানে সাত কলেজে মানসম্পন্ন শিক্ষাদানের পরিবেশের অভাব, মানসম্পন্ন শিক্ষকের অভাব, অবকাঠামোগত সংকট, ল্যাব ও গবেষণার সংকট, শ্রেণিকক্ষের অপ্রতুলতা, আবাসন ও পরিবহণ সমস্যা, একাডেমিক ক্যালেন্ডার ও সিলেবাস না থাকা, পরীক্ষা ও পরীক্ষার ফলাফল যথাসময়ে প্রকাশ না করা সহ অসংখ্য সংকটে জর্জরিত এসকল কলেজের শিক্ষার্থীরা।