২৯ অক্টোবর ২০২৪, ১৮:২৬

কবি নজরুল কলেজে নেই নারীবান্ধব টয়লেট

কবি নজরুল সরকারি কলেজ  © টিডিসি ফটো

রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজ। ৩ একরের এই ক্যাম্পাসে প্রায় একুশ হাজার শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী শিক্ষার্থী। বিপুলসংখ্যক নারী শিক্ষার্থী থাকলেও এখানে নেই নারীবান্ধব টয়লেট। নারী শিক্ষার্থীদের জন্য আলাদা টয়লেট না থাকায় পুরুষ শিক্ষার্থীদের সঙ্গে সেগুলো ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাদের। এছাড়া ক্যাম্পাসে প্রয়োজনের তুলনায় অনেক কম টয়লেট। সেগুলো ব্যবহার উপযোগী নয়—বলেছেন শিক্ষার্থীরা।

‘ক্যাম্পাসে এসে পানি খাই না। সকালেও কম পানি খেয়ে আসি। কারণ এখানে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা নেই। ওয়াশরুমে গিয়ে যদি আবার বিপাকে পড়তে হয়।’

শিক্ষা প্রতিষ্ঠানে নারী শিক্ষার্থীদের জন্য আলাদা টয়লেট রাখার সরকারি নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না কলেজটিতে। নোংরা আর অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহারে একদিকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, সেই সঙ্গে ঋতুকালীন সময়ে ক্যাম্পাসে কমছে নারী শিক্ষার্থীদের উপস্থিতি।

সরেজমিনে দেখা যায়, বেশিরভাগ শৌচাগারগুলোর দরজা আটকানোর নেই কোনো ছিটকিনি। কোনোটির থাকলেও সেগুলো ভাঙ্গা। প্রয়োজনীয় সাবান, টিস্যু এবং ব্যবহৃত টিস্যু ফেলার প্রয়োজনীয় ঝুড়িও নেই। অনেক স্থানে মেয়েদের ব্যবহৃত রক্তজমা ন্যাপকিন পরে থাকতে দেখা যায়।

দর্শন বিভাগের শিক্ষার্থী মিম সরকার বলেন, ছেলে-মেয়েদের জন্য আলাদা টয়লেট না থাকার পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশও তাকে সেখানে যেতে নিরুৎসাহিত করে। পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব আর দুর্গন্ধের কারণে সেখানে টেকাই দায়।

এক নারী শিক্ষার্থী আক্ষেপ করে বলেন, ‘ক্যাম্পাসে এসে পানি খাই না। সকালেও কম পানি খেয়ে আসি। কারণ এখানে মেয়েদের জন্য আলাদা ওয়াশরুমের ব্যবস্থা নেই। ওয়াশরুমে গিয়ে যদি আবার বিপাকে পড়তে হয়।’

রাষ্ট্রবিজ্ঞান এর আরেক শিক্ষার্থী লামিয়া বলেন, অস্বাস্থ্যকর স্যানিটেশন ব্যবস্থার জন্য সংক্রামক ব্যাধি ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিতকরণ এবং মেয়েদের ঋতুকালীন অবস্থার জন্য প্যাড ব্যাংক অতি জরুরি।

এ বিষয়ে কবি নজরুল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাস কে বলেন, আমরা নারী শিক্ষার্থীদের জন্য দ্রুত সময়ের মধ্যে আলাদা টয়লেট ও ওয়াশরুমের ব্যবস্থা করব। তবে কলেজের মেয়েদের কমন রুমে দুইটি ওয়াশ রুম আছে। সেগুলো মেয়ে শিক্ষার্থীরা ব্যবহার করে। এছাড়াও আলাদা আরও একটি মেয়েদের জন্য ওয়াশ রুম আছে সেটা সাময়িক সময়ের জন্য বন্ধ আছে। যে সকল ওয়াশ রুম সংস্কার দরকার তা আমরা যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার করব। 

নারী শিক্ষার্থীদের আশ্বস্ত করে কবি নজরুল সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিলকী আমাতুল মুগনী বলেন, আমরা নারী শিক্ষার্থীদের জন্য একটি প্যাড ব্যাংক নির্মাণ করব। এর আগে এ বিষয়ে আমাদের সাবেক উপাধ্যক্ষ ড. খালেদা নাসরিন  একটি উদ্যোগ নিয়েছিলেন।তবে সেটা বাস্তবায়ন হয় নি। তবে নারী শিক্ষার্থীদের জন্য একটি প্যাড ব্যাংক কিভাবে তৈরি করা যায় সে বিষয়ে আলোচনা করে অতি দ্রুত উদ্যোগ গ্রহণ করব।

উন্নত সেনিটেশন ব্যবস্থার পাশাপাশি নারী শিক্ষার্থীদের ঋতুকালীন সময়ে জরুরি সহায়তার প্রয়োজন হয়। আমাদের দেশের প্রায় সকল শিক্ষাপ্রতিষ্ঠানেই সমস্যাগুলো বিদ্যমান। কোথাও নারী শিক্ষার্থীদের জন্য আলাদা টয়লেট নেই, আবার কোথাও অস্বাস্থ্যকর পরিবেশ। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে নেই স্যানিটারি ন্যাপকিন-প্যাড ব্যাংক।

উন্নত স্যানিটেশন ব্যবস্থা আমাদের নারী শিক্ষার্থীদের জীবনকে উন্নত করতে পারে। নারী শিক্ষার্থীদের অনন্য উন্নত স্যানিটেশন চাহিদা তাদের মাসিক এবং দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ।