২৯ অক্টোবর ২০২৪, ১৪:৩৯

নজরুল বিশ্ববিদ্যালয়ে অতীতের অনিয়ম খুঁজতে ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অতীতে সংঘটিত বিভিন্ন ঘটনা ও অনিয়মের তথ্য অনুসন্ধান করার জন্য ‘সত্যানুসন্ধান কমিটি’ গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রবিবার (২৭ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটি ঘোষণা করা হয়। 

কমিটিতে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিকে আগামী ৬০ (ষাট) কর্মদিবসের মধ্যে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে রিপোর্ট প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

১১ সদস্যবিশিষ্ট এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এএইচএম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. রাজু আহমেদ, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা, অর্থ ও হিসাব দপ্তরের উপ পরিচালক মো. এনামুল হক এবং সহকারী রেজিস্ট্রার মো. আমিনুল ইসলাম। তবে উক্ত কমিটি প্রয়োজনে এক বা একাধিক সদস্য কো-অপ্ট করতে পারবে বলেও অফিস আদেশে বলা হয়েছে।