২৯ অক্টোবর ২০২৪, ১৩:৪৪

উত্তাল সায়েন্সল্যাব এলাকা, বন্ধ যান চলাচল

বন্ধ যান চলাচল  © টিডিসি ফটো

শিক্ষা সংকট দূরীকরণের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে সায়েন্সল্যাবে শাটডাউন কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার পর ঢাকা কলেজ থেকে মিছিল নিয়ে এসে সড়ক অবরোধ করেন তারা। এতে ওই এলাকা সংলগ্ন রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। 

পূর্বঘোষিত কর্মসূচি সাইন্সল্যাব শাটডাউন কর্মসূচির ফলে তিনটি রাস্তা মিরপুর-আজিমপুর সড়ক, শাহবাগ-ধানমন্ডি সড়ক, ধানমন্ডি-মোহাম্মদপুর সড়কে যান চলাচল বন্ধ হওয়ায় তীব্র ভোগান্তিতে পড়েছেন এ সকল সড়কে চলাচলকারী যাত্রীরা। এসময় রিকশা ও মোটরসাইকেল আরোহী যাত্রীদের সাথে  বাক বিতণ্ডায় জড়ান শিক্ষার্থীরা।

তবে সড়কে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বহনকারী যানবাহন চলাচলে সহযোগিতা করেন তারা। কিছু যাত্রী যানবাহন ঘুরিয়ে ভিন্ন পথে ভিন্ন রাস্তা দিয়ে চলাচল করছেন। এর ফলে রাজধানীর অন্যান্য সড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় পুরো ঢাকা শহরের সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে।

আন্দোলনরত শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, আমরা রাস্তায় থাকতে চাই না। আমাদের শান্তি দিন। শিক্ষা বৈষম্য দূর করুন। জনগণকে ও সরকারকে বলবো আমাদের দাবি মেনে নিলে সাত কলেজের শিক্ষার্থীরা আর কখনও সাইন্সল্যাব নীলক্ষেত অবরোধ করে কর্মসূচি পালন করবে না। সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর দাবির যৌক্তিকতা উল্লেখ করে তিনি সরকারের কাছে বিশ্ববিদ্যালয় রুপান্তর কমিশন গঠনের অনুরোধ জানান।