বরেন্দ্র বিশ্ববিদ্যালয়

শিক্ষার্থীরা ঘুরে দেখল সংবাদ তৈরির বাস্তবচিত্র

শিক্ষার্থীরা ঘুরে দেখল গণমাধ্যমের সংবাদ তৈরির বাস্তবচিত্র
শিক্ষার্থীরা ঘুরে দেখল গণমাধ্যমের সংবাদ তৈরির বাস্তবচিত্র  © টিডিসি ফটো

রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের একটি দল  ঢাকাস্থ দেশের শীর্ষ ও জনপ্রিয় তিনটি গণমাধ্যমের সংবাদ তৈরি, সম্প্রচার ও প্রকাশসহ বিভিন্ন স্তরের কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করেছে। 

রবিবার থেকে এ লক্ষ্যে তারা বেসরকারি টেলিভিশন চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশন, চ্যানেল আই ও দৈনিক সমকালের প্রধান কার্যালয় পরিদর্শন করে। সোমবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এ সময় চ্যানেল আই’র পরিচালক ও বার্তা প্রধান শাঈখ সিরাজ, প্রধান বার্তা সম্পাদক জাহিদ নেওয়াজ খান, জ্যেষ্ঠ বার্তা সম্পাদক আদিত্য শাহিন, ইনডিপেনডেন্ড টেলিভিশনের প্রধান প্রতিবেদক সম্পাদক মামুন আব্দুল্লাহ, সাংবাদিক খালেদ মহিউদ্দীন, দৈনিক সমকালের সম্পাদক (ভারপ্রাপ্ত) মুস্তাফিজ শফিসহ পত্রিকাটির বিভিন্ন বিভাগীয় প্রধান শিক্ষার্থীদের উদ্দেশে বক্তৃতা করেন। এছাড়াও তাঁরা শিক্ষার্থীদের দক্ষ ও সৎ সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে পরামর্শ দেন।

এছাড়াও গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তা, সাংবাদিক ও বিভাগীয় প্রধান নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকাণ্ড শিক্ষার্থীদের ঘুরিয়ে দেখান এবং কাজের বাস্তব ধরন সম্পর্কে ধারণা দেন। এই পরিদর্শনের মধ্য দিয়ে শিক্ষার্থীরা সংবাদকক্ষে কাজের সংস্কৃতি, গণমাধ্যম প্রতিষ্ঠানের সার্বিক কর্মকাণ্ড এবং সাংবাদিকদের পেশাগত কাজের ধরন সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে। তিন ব্যাচের মোট ১৯ শিক্ষার্থীদের নেতৃত্ব দেন বিভাগের শিক্ষক আমিনুল ইসলাম।


সর্বশেষ সংবাদ